সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টলিপাড়ার ‘সেনাপতি’৷ তাঁর ছবির নাম ‘প্রাক্তন’ হতে পারে, কিন্তু টলিপাড়ায় পাল্টানো সময়েও তিনি ভীষণভাবে বর্তমান৷ স্বর্ণযুগ পেরিয়ে আঞ্চলিক ছবি হিসেবে বাংলা ছবির আজ যে উড়ান, তাতে তাঁর ভূমিকা এক যোদ্ধারই৷ সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও বাংলা ছবিকে নিয়ে তাঁর ‘লড়াই’ কখনও থেমে থাকেনি৷ আর সেই লড়াই তো জারি, তবে এবার পর্দাতেও প্রথমবার লড়াইয়ে নামতে দেখা যাবে তাঁকে৷ এ অবশ্য বলিউডের ছবি৷ প্রসেনজিৎ জানিয়েছেন, তাঁর আগামী ছবিতে তিনি প্রথমবার এক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন৷
বাংলা ছবির ভোলবদল যেন তাঁর কেরিয়ারের ফিল্মোগ্রাফিতেই স্পষ্ট৷ বদলে গিয়েছে বাংলা সিনেমার হালচাল৷ তিনিও বদলে ফেলেছেন নিজেকে৷ তথাকথিত মেনস্ট্রিম বাণিজ্যিক ছবির নায়কের খোলস থেকে বের করে এনেছেন নিজেকে৷ নায়কের আড়ালে ‘উৎসব’ বা ‘খেলা’র যে অভিনেতা এতদিন চাপা পড়ে ছিল, ‘অটোগ্রাফ’ থেকে ‘মনের মানুষ’ হয়ে ‘শঙ্খচিল’ বা ‘প্রাক্তন’-এ পৌঁছে, তাতেই যেন উজান এসেছে৷ পাশাপাশি বলিউডেও সমানভাবে কাজ করে চলেছেন৷ সেখানেই প্রথমবার সেনা অফিসার হিসেবে অভিনয় করতে চলেছেন তিনি৷ নিরঙ্গ দেশাই পরিচালিত এ ছবি ভারত-পাক সম্পর্কের উপর ভিত্তি করে৷ছবির নাম হতে পারে ‘প্রিজনার্স’৷ ছবিতে অন্যতম প্রধান এক চরিত্রে দেখা যাবে বাংলা ছবির ওঠাপড়ার ‘দোসর’কে৷
অভিনেতা হিসেবে তাঁর খিদে সাঙ্ঘাতিক এ কথা জানেন টলিউডের প্রত্যেকেই৷ আর তাই লালন কিংবা অ্যান্টনি হিসেবে বেছে নেওয়া হয় তাঁকেই৷ সেই খিদে থেকেই একের পর এক চরিত্রে নিজেকে প্রমাণ করে চলেছেন৷ তবে তাঁর কথা অনুযায়ী, এখনও ভারতীয় সেনার ভূমিকায় তাঁকে দেখেনি দর্শক৷ জওয়ান হিসেবে তাই তাঁর নজরকাড়া অভিনয়ের প্রত্যাশাতেই তাকিয়ে থাকবে বাঙালি ও গোটা দেশের দর্শক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.