BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাদশাহী মেজাজে ‘রইস’-এর আগমনবার্তা শাহরুখের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 30, 2016 6:36 pm|    Updated: November 30, 2016 6:36 pm

Raees new Teaser

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ‘রইস’ অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা৷ তিনি তা জানেন৷ আর জানেন বলেই বাদশাহী মেজাজেই দিলেন আগমন বার্তা৷ সেই সঙ্গে এই নতুন টিজার রিলিজ করে এও জানিয়ে দিলেন, এখনও সিনেমার প্রচারের ক্ষেত্রে তিনিই বলিউডের কিং খান৷

৭ ডিসেম্বর সকাল এগারোটায় মুক্তি পাবে ‘রইস’-এর ট্রেলার৷ সঙ্গে নয়া টুইস্ট৷ টেক-স্যাভি শাহরুখ এবার সরাসরি কথা বলবেন নিজের ‘ফ্যান’-দের সঙ্গে৷ শুনবেন তাঁদের প্রশ্ন, উত্তরও দেবেন লাইভ চ্যাটের মাধ্যমে৷ ইউএফও স্ক্রিনের মাধ্যমে পাওয়া যাবে এই সুযোগ৷ তার আগেভাগে ফ্যানকুলকে নিজেদের প্রশ্ন সাজিয়ে রাখতে বলে রাখলেন বলিউড বাদশা৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে