Advertisement
Advertisement

লতা-শচীনকে অপমান! রাজ ঠাকরের কোপে ‘কমেডিয়ান’ তন্ময়

কমেডির নামে দুই কিংবদন্তিকে ঘিরে তৈরি এই কুৎসার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বলিপাড়া৷

raj-thackeray-led-mns-vows-to-thrash-Tanmay Bhat-for-mocking-sachin-tendulkar-lata-mangeshkar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 2:45 pm
  • Updated:May 30, 2016 3:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পের ক্ষেত্রে কমেডিয়ানের নিশ্চিতই কিছু স্বাধীনতা থাকে৷ কিন্তু তার সীমা কতদূর? সাধারণ মানুষ হোক কিংবা কিংবদন্তি-কাউকে কি কমেডির অছিলায় অপমানও করা যেতে পারে? সম্প্রতি ‘এআইবি’ খ্যাত তন্ময় ভাটের প্রকাশিত এক ভিডিও নিয়ে সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ আর এর জেরেই রাজ ঠাকরের কোপে পড়েছেন এই কমেডিয়ান৷

ক’দিন আগেই অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তন্ময়৷ তাতে দেখা যাচ্ছে শচীন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকর একে অন্যের সঙ্গে কথা বলছেন৷ প্রসঙ্গ-বিরাট কোহলি৷ কিন্তু কথোপকথন যত এগোয় তত তা ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমে যায়৷ ভিডিওতে যে ভাষায় একে অন্যকে আক্রমণ করেছেন তাঁরা, তা তাঁদের মুখে বেমানান৷ কোথাও লতাজি শচীনকে গান গেয়ে ব্যঙ্গ করেছেন৷ তো কোথাও শচীন বলছেন, লতাজির মুখ দেখে মনে হয় তাঁকে যেন কেউ আটদিন জলে ডুবিয়ে রেখেছে৷

Advertisement

কমেডির নামে দুই কিংবদন্তিকে ঘিরে তৈরি এই কুৎসার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বলিপাড়া৷ অনুপম খের জানিয়েছেন, তিনি নিজে একাধিকবার কমেডিয়ান হিসেবে পুরস্কার জিতেছেন৷ কিন্তু এই ভিডিও তাঁর কাছে অন্তত কমেডি বলে মনে হয়নি৷ রসিকতাবোধের অভাব চোখে পড়েছে রীতেশ দেশমুখ, সেলিনা জেটলি সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীর৷ এই ভিডিও নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ ঠাকরে৷ দুই ভারতরত্নের এই অপমান বরদাস্ত করা হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে এই কমেডিয়ানকে মারধরের হুমকিও দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের কাছে তন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও পাঠানো হয়েছে বিজেপি ও শিব সেনার পক্ষ থেকে৷

Advertisement

প্রসঙ্গত, বরাবরই বিতর্কিত ভিডিও প্রকাশ করে ‘এআইবি’৷ তবে তাদের ভাষা বা প্রকাশভঙ্গি নিয়ে আপত্তি থাকলেও বলিপাড়ার একাংশ সমর্থনই করেছিল তাদের৷ ফেসবুকের ‘জিরো রেটিং প্ল্যাটফর্ম’ বিষয়ক তাঁদের ভিডিও দেশবাসীর সাধুবাদও কুড়িয়েছিল৷ কিন্তু লতা মঙ্গেশকর ও শচীন তেন্ডুলকরের মতো শ্রদ্ধেয় দু’জন মানুষকে নিয়ে এহেন মশকরা মেনে নিতে পারেনি বলিউডের শিল্পীমহল৷ এক্ষেত্রে তাই শিল্পীদের সমর্থন তন্ময়ের পক্ষে যাবে না বলেই মনে করছেন বলিপাড়ার অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ