সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবি করা হচ্ছে, এটাই না কি ভারতের প্রথম থ্রিলেক্স! মানে থ্রিলার, যার পরতে পরতে মিশে রয়েছে সেক্স!
টিজার মুক্তির পরে সেই দাবি নিয়ে কোনও সন্দেহ তোলা উচিতই নয়! মিনিট খানেকের টিজারে, ছোট ছোট কিছু যৌনদৃশ্য আর নিবিড় চুম্বনেই অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দিয়েছেন গওহর খান আর রাজীব খান্ডেলওয়াল।
অবশ্য, শরীর খেলা এখন আর নতুন করে কোনও উত্তেজনা তৈরি করে কি বলিউডের ছবির ক্ষেত্রে? সেন্সর বোর্ড যতই কাঁচি চালাক না কেন, প্রায় প্রত্যেক ছবিই তো কোনও না কোনও দিক থেকে আলোচনায় আসছে যৌনদৃশ্যের নিরিখে।
কিন্তু, ‘ফিভার’-এর পরিচালক রাজীব জাভেরির দাবি, এই ছবি সব দিক থেকেই হবে অন্য রকম। কেন না, এখানে একটি দৃশ্যেও যৌনতাকে অকারণে ব্যবহার করা হয়নি।
আরও একটি দিক থেকে এর মধ্যেই রেকর্ড তৈরি করে ফেলেছে ফিভার। এটিই প্রথম ভারতীয় ছবি যার পুরোটাই শুট করা হয়েছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের ১৭টি শহর জুড়ে চলেছে শিকার আর যৌনতার ‘ফিভার’!
শিকার?
ছবির থ্রিল তো সেখানেই! ছবিতে রাজীব খান্ডেলওয়াল একজন পেশাদার খুনি। তাঁর শিকার গওহর খান!
এর পরে কোন খাতে এগোয় ছবির গল্প, সেটা তোলা থাক আপাতত! বরং, টিজারটা দেখুন না!
শরীর প্রেমের এমন ‘ফিভার’-এর মুখে অনেক দিন পড়েনি বলিউড!