Advertisement
Advertisement

Breaking News

নিজস্ব ভঙ্গিতে চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধা জানালেন রণবীর সিং, দেখুন ভিডিও

বলিউডের ‘গাল্লি বয়’ হলেন ‘দ্য ট্র্যাম্প’।

Ranveer Singh tributes Charlie Chaplin, watch video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2018 8:25 pm
  • Updated:August 22, 2018 12:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘A Day Without Laughter is a Day Wasted’- এমনটাই বলেছিলেন তিনি। অভিনেতা, পরিচালক, প্রযোজক, সম্পাদক থেকে চিত্রনাট্যকার, ক্যামেরার সামনে-নেপথ্যে একাধিক ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে সবচেয়ে বেশি বোধহয় একটি সত্ত্বা কাজ করত। স্বপ্ন দেখতে ভালবাসতেন তিনি। সেই স্বপ্নের জোরেই চার্লস স্পেনসার চ্যাপলিন হয়ে উঠেছিলেন চার্লি চ্যাপলিন। এমন ব্যক্তিত্বকে তাঁর মতো করেই ট্রিবিউট দিলেন রণবীর সিং। বলিউডের ‘গাল্লি বয়’ সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন ‘দ্য ট্র্যাম্প’ হয়ে। দেখুন সেই ভিডিও।

“A day without laughter is a day wasted” – Charlie Chaplin #ChaplinsWorld #inLOVEwithSWITZERLAND @chaplins.world @montreuxriviera @myswitzerlandin @myvaud

Advertisement

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

Advertisement

[সঠিক সাল কবে? বিতর্কে মান্না দে-র জন্মশতবর্ষ]

টানা একবছর ‘পদ্মাবত’-এর খিলজি হয়েই ছিলেন বলা যায়। শুটিংয়ের সময় নাকি বেশ কয়েকদিন বাড়িও যাননি অভিনেতা। ‘পদ্মাবত’ পর্ব মিটতেই আলিয়ার সঙ্গে ‘গাল্লি বয়’-এর শুটিং শুরু করে দেন রণবীর। জোয়া আখতারের ছবির শুটিং সদ্য শেষ হয়েছে। ছুটি পেয়েই নিজের পছন্দের জায়গা সুইজারল্যান্ডে পাড়ি দিয়েছেন অভিনেতা। এমনিতে বরফের দেশ রণবীরের বেশ পছন্দের ডেস্টিনেশন। সে দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের খেতাবও পেয়েছেন তিনি। কিছুদিন আগে আবার এক সুইস কোম্পানি সাময়িকভাবে নিজেদের ট্রেনের নাম রণবীর সিং করে দিয়েছে। এতে বেজায় খুশি অভিনেতা।

[দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন প্রিয়াঙ্কা]

সুইজারল্যান্ডে ঘুরে বেড়ানোর পাশাপাশি কিংবদন্তিদেরও নিজের স্টাইলে ট্রিবিউট দিচ্ছেন অভিনেতা। কিছুদিন আগেই কিংবদন্তি ব্রিটিশ গায়ক ফ্রেডি মারকিউরি সেজে তাঁকে ট্রিবিউট দিয়েছিলেন নায়ক। এবার শ্রদ্ধা জানালেন চ্যাপলিনকে।

[নতুন হলিউডি ছবির ট্রেলারে জীবন ধাঁধার সমাধান খুঁজলেন ইরফান খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ