সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই খবরটি প্রকাশ্যে এসেছিল। বহুদিনের বন্ধু শিবম তিওয়ারির সঙ্গেই বিয়েটা সারছেন রিয়া সেন। সংবাদ প্রতিদিন ডিজিটালের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল রিয়ার বিয়ের কার্ডের সেই এক্সক্লুসিভ ছবি। যাতে হাসিমুখে নাতনিকে আশীর্বাদ করেছিলেন সুচিত্রা সেন নিজে।
প্রায় সকলের চোখের আড়ালে বিয়েটাও সেরে ফেলেন অভিনেত্রী। যজ্ঞাগ্নি, মন্ত্রোচ্চারণে একেবারে বাঙালি মতেই হয়েছিল বিয়ে। সে ছবিও পাঠকদের জন্য একান্তভাবে তুলে ধরেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
এরপরই প্রশ্ন ওঠে, রিসেপশনটা কবে দেবেন নায়িকা? শোনা গিয়েছিল দিল্লিতে হবে আয়োজন। তাই হল রবিবার। ছুটির দিনেই পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হলেন নবদম্পতি।
[ট্রেলারে ঝলক দেশের প্রথম মোবাইল ফিচার ফিল্মের]
রিসেপশনের আগে নাকি বেশ চিন্তিত ছিলেন নায়িকা। কোন পোশাকটি পরবেন, ঠিকই করে উঠতে পারছিলেন না। শেষে ইন্ডিয়ান-ওয়েস্টার্ন দুই ধরনের আউটফিটেই ধরা দিলেন নায়িকা। প্রথমে পরেছিলেন গোলাপী শাড়ি। আর পরে কালো গাউন।
রিসেপশন গালা ছিল। কিন্তু সেখানেও নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের সঙ্গেই নতুন জীবনকে সেলিব্রেট করলেন অভিনেত্রী।
[লাস্যে সানি লিওনকে টক্কর দিচ্ছেন তাঁর আপন ‘ভাবি’]