BREAKING NEWS

১২ চৈত্র  ১৪২৯  সোমবার ২৭ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

নতুন জীবনকে সেলিব্রেট করে গ্র্যান্ড রিসেপশন রিয়ার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 18, 2017 12:45 pm|    Updated: September 18, 2017 12:45 pm

Riya Sen’s Grand Wedding Reception, see pics

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই খবরটি প্রকাশ্যে এসেছিল। বহুদিনের বন্ধু শিবম তিওয়ারির সঙ্গেই বিয়েটা সারছেন রিয়া সেন। সংবাদ প্রতিদিন ডিজিটালের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল রিয়ার বিয়ের কার্ডের সেই এক্সক্লুসিভ ছবি। যাতে হাসিমুখে নাতনিকে আশীর্বাদ করেছিলেন সুচিত্রা সেন নিজে।

received_1509836695742710

প্রায় সকলের চোখের আড়ালে বিয়েটাও সেরে ফেলেন অভিনেত্রী। যজ্ঞাগ্নি, মন্ত্রোচ্চারণে একেবারে বাঙালি মতেই হয়েছিল বিয়ে। সে ছবিও পাঠকদের জন্য একান্তভাবে তুলে ধরেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

riya-2_web

এরপরই প্রশ্ন ওঠে, রিসেপশনটা কবে দেবেন নায়িকা? শোনা গিয়েছিল দিল্লিতে হবে আয়োজন। তাই হল রবিবার। ছুটির দিনেই পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হলেন নবদম্পতি।

[ট্রেলারে ঝলক দেশের প্রথম মোবাইল ফিচার ফিল্মের]

riya_1505716389

riya-sen-poses-for-a-picture_b172e2e11ab301aee0691edbb7a504ee

রিসেপশনের আগে নাকি বেশ চিন্তিত ছিলেন নায়িকা। কোন পোশাকটি পরবেন, ঠিকই করে উঠতে পারছিলেন না। শেষে ইন্ডিয়ান-ওয়েস্টার্ন দুই ধরনের আউটফিটেই ধরা দিলেন নায়িকা। প্রথমে পরেছিলেন গোলাপী শাড়ি। আর পরে কালো গাউন।

riya-sen-exclusive-pictures-from-her-wedding-reception_c7dda9ed07736a59c031a1a2f3bc7d91

riya-sen-exclusive-pics-from-her-wedding-reception_d1d6271a1a5042e6af36b892b79b147c

রিসেপশন গালা ছিল। কিন্তু সেখানেও নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের সঙ্গেই নতুন জীবনকে সেলিব্রেট করলেন অভিনেত্রী।

[লাস্যে সানি লিওনকে টক্কর দিচ্ছেন তাঁর আপন ‘ভাবি’]

 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে