সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হনুমানের জন্য এবার গলা চড়াচ্ছেন সলমন খান। হনুমান জয়ন্তী উপলক্ষে মঙ্গলবারই মুক্তি পেয়েছে অ্যানিমেশন ফিল্ম ‘হনুমান দা দমদার’-এর মোশন পিকচার। রুচি নারায়ণের এই অ্যানিমেশন ফিল্মে হনুমানের ভয়েস ওভারটি করেছেন সলমন খান। আগামী ১৯ মে মুক্তি পেতে চলেছে ছবিটি। শুধু সলমনই নন, এই ছবির ভয়েস ওভারে রয়েছে মুম্বইয়ের হেভিওয়েট কিছু নাম। জাভেদ আখতার, রবিনা ট্যান্ডন, কুণাল খেমু, সৌরভ শুক্লা, চাঙ্কি পাণ্ডের গলাতে শোনা যাবে পুরাণের বেশ কিছু চরিত্রকে।
[মরুর শুষ্ক হওয়ায় তপ্ত দক্ষিণবঙ্গ, ভোগান্তি আরও বাড়বে]
রামচন্দ্রের সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাতের মুহূর্ত থেকেই শুরু হচ্ছে ‘হনুমান দা দমদার’-এর গল্প। রামের কাছ থেকে হনুমান কীভাবে জীবন-শক্তি সঞ্চয় করেছিলেন, অ্যানিমেশনের মাধ্যমে তা এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। বজরঙ্গি ভাইজানে সলমনের হনুমান-ভক্ত রূপ তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরা। আরও একবার সল্লুভাইয়ের হাতে এসেছে সেই সুযোগ। সলমন আগেই বলেছিলেন, “ভোলাভালা বজরঙ্গি কীভাবে হনুমান দা দমদার হলেন তা এই ছবিতে দেখবেন আপনারা।”
[এবার রেস্তরাঁয় খাবার পরিবেশন করারও মাত্রা বাঁধবে কেন্দ্র]
[পরকীয়ায় লিপ্ত? সঙ্গমকালে ঘটতে পারে এমনই ভয়াবহ ঘটনা!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.