সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও রাখ-ঢাক নেই! খোলাখুলি জানিয়েই দিলেন খান খানদান, সলমনের বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে।
কিছু দিন আগেই খবর এসেছিল, সলমন খান অবশেষে বিয়ে করতে চলেছেন। সেই সময় অবশ্য পাত্রীটি কে, তা নিয়ে বিশেষ কিছু জানায়নি নায়কের পরিবার। শুধু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, পাত্রীটি বিদেশিনী!
পরে যখন প্রীতি জিন্টার বিয়ের পার্টিতে লুলিয়াকে নিয়ে পৌঁছলেন সলমন, তখন জল্পনা আরও দানা বেঁধেছিল। সবার চোখ কপালে উঠেছিল, যখন তাঁরা দু’জন একসঙ্গে নাচেনও!
সে সব পেরিয়ে এবার সম্পর্কটায় বিয়ের সিলমোহর পড়ল। সলমনের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, জোর কদমে বিয়ের প্রস্তুতি চলছে। কেন না, খুব বেশি দিন আর নেই সলমন-লুলিয়ার সাতপাকে বাঁধা পড়তে!
সেই বন্ধুটি আরও জানিয়েছেন যে, সলমনের বিয়ের দিনটিও হতে চলেছে বিশেষ! পাঁজি-টাজি দেখে নয়, একেবারে জন্মদিনেই তাঁর বিয়ে দিতে চলেছেন পরিবার। মানে, চলতি ডিসেম্বরের ২৭ তারিখে ব্যাচেলর জীবনে ইতি টানছেন নায়ক।
সলমনের জন্য খবরটা ভাল, সন্দেহ নেই! কিন্তু, তাঁর মহিলা-ভক্তরা?
হ্যাঁ, তাঁদের একটু অসুবিধে হবে বইকি খবরটা মেনে নিতে। তবে, চিন্তা কী! সলমনের সব ছবি তো বটেই, পরের ছবিগুলোও তো থাকছে তাঁদের জন্য।
কে বলেছে, সেলুলয়েডের মানুষকে ভালবাসা যায় না! তা তিনি যত-ই বিবাহিত হোন না কেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.