Advertisement
Advertisement

Breaking News

সন্তানদের জন্য শেষমেশ এই দুটি জিনিসের মায়া ছাড়ছেন শাহরুখ

সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন তিনি...

Shah Rukh Khan wants to give up smoking and drinking
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2017 2:52 pm
  • Updated:March 19, 2017 2:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মজা করে শাহরুখ খান বলেছিলেন, “খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই পরের দিন থেকে ছেড়ে দিলাম। ধূমপান নয়, খবরের কাগজ পড়া।” এবার কিন্তু সত্যিই তিনি ছাড়তে চলেছেন। খবরের কাগজ পড়া নয়, ধূমপান। সুহানা, আরিয়ান ও আব্রামের বাবা ঠিক করেছেন এবার মদ্যপান ও ধূমপানে ইতি টানবেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আরও স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান বলিউড বাদশা।

[OMG! হবু বরের সঙ্গে এসবই করে বেড়ালেন সোফিয়া]

৫১ বছরের শাখরুখের সঙ্গে তাঁর ছোট ছেলে আব্রামের বয়সের ব্যবধান অনেকটাই। তাই জীবনের খুব বেশি সময় তার সঙ্গে কাটানোর সুযোগ হয়তো হবে না। এই কথাটা মাথায় এলেই মন খারাপ হয়ে যায় কিং খানের। তাই আরও সুস্থভাবে বাঁচতে চান তিনি। বলছেন, “৫০ বছর বয়সে সংসারে একজন শিশুর উপস্থিতি দারুণ এনজয় করি। জীবনটা অনেক সহজ আর আনন্দের মনে হয়।” আগামী ২০-২৫ বছর এভাবেই সন্তানদের সঙ্গে হেসে-খেলে জীবন কাটাতে চান তিনি। আর তাই ধূমপান ও মদ্যপানে সময় নষ্ট না করে ছেলে- মেয়েদের আরও বেশি করে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। বললেন, “এসব একদম ছেড়ে দেব ভাবছি। সুস্থ থাকতে শরীরচর্চা করতে হবে।”

Advertisement

[সাবধান! বাড়ির দেওয়ালে এই পেন্টিংগুলি রাখবেন না]

১৫ বছর বয়সে নিজের বাবা-মাকে হারিয়ে ছিলেন তিনি। তাই চান না, আব্রামেরও সেই একই অভিজ্ঞতা হোক। তাছাড়া কাজের ব্যস্ত সিডিউলের মধ্যে পরিবারকে খুব একটা সময় দিতে পারেন না। তাই দীর্ঘায়ু হওয়ার ইচ্ছাপ্রকাশ করে কিং খান বলছেন, “সন্তানদের একা ছাড়ব না। ওরা বিরক্ত হলেও ওদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটির খবর রাখব। আর সেই কারণে আমার সুস্থ থাকাটা খুব জরুরি।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ