সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টেলিভিশনে ফিরছে ‘কসৌটি জিন্দেগি কি’। এবার সিরিয়ালের নাম ‘কসৌটি জিন্দেগি কি ২’। সিরিয়ালে প্রধান চরিত্র প্রেরণার ভূমিকায় অভিনয় করছেন এরিকা ফার্নান্ডেজ। কিন্তু এই চরিত্রটি নাকি আগে অফার করা হয়েছিল তৎকালীন প্রেরণা অর্থাৎ শ্বেতা তিওয়ারির মেয়ে পলককে।
শ্বেতা নিজে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একথা। বলেছেন, এরিকার আগে প্রেরণার চরিত্রে অভিনয়ের অফার এসেছিল পলকের কাছে। কিন্তু পলক নিজেই তা ফিরিয়ে দিয়েছেন। শ্বেতা মেয়েকে বারবার অনুরোধ করেছিলেন। প্রেরণা চরিত্রটি তাঁরকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। তাই শ্বেতা চেয়েছিলেন মেয়ে মায়ের পথ অনুসরণ করুক। তাতে পরিচিতি বাড়বে তাড়াতাড়ি। শুধু শ্বেতা নয়। সবাই একই কথা বলেছিল। বালাজি প্রোডাকশনও চাইছিল পলকই প্রেরণা চরিত্রে অভিনয় করুন। কিন্তু পলক চাননি। তিনি বলেছিলেন, ডেলি সোপে তিনি অভিনয় করতে পারবেন না। কারণ ধারাবাহিকে অভিনয় করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। রাত-দিন শুটিংয়ে থাকতে হয়। এত ধকল পলক নিতে পারবেন না। শুধু ‘কসৌটি’ নয়। আরও অনেক সিরিয়ালের অফার এসেছিল পলকের কাছে। কিন্তু তিনি সেগুলিও ফিরিয়ে দেন। পলকের একটাই যুক্তি। এখনই তিনি এসব করতে চান না। যদি সিরিয়ালে অভিনয় করতেও হয়, তিনি পরে করবেন।
[ ফেসবুকে নগ্ন ছবি, নিজেই অ্যাকাউন্ট ডিলিট করলেন কবিতা ]
থিয়েটার দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শ্বেতা তিওয়ারি। নিজের কেরিয়ার নিয়ে তিনি খুব প্যাশনেট। তাই মেয়ের উপর কোনওরকম জোর খাটাতে চান না তিনি। শ্বেতা বলেছেন, পলক খুব বুদ্ধিমতী। সে যদি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চায়, তবে অভিনেত্রীই হবে। আর তা না হলে অন্য কোনও কেরিয়ারের দিকে যাবে পলক। তবে যাই হোক, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে সে।
এবারও প্রেমেরই গল্প নিয়ে আসছেন পরিচালক-প্রযোজক। তবে পুরনো অনুরাগ বা পুরনো প্রেরণা এখানে নেই। মানে শ্বেতা তিওয়ারি ও সিজ্যান খান নেই। তার জায়গায় এসেছে নতুন চরিত্র। পার্থ সামন্থন ও এরিকা ফার্নান্ডেজ থাকছেন ‘কসৌটি জিন্দেগি কে ২’-এ।
[ ফের দমফাটা হাসি উপহার দিতে ছোটপর্দায় আসছেন কপিল শর্মা ]