Advertisement
Advertisement

ফেসবুকে কুরুচিকর আক্রমণের শিকার সাহানা বাজপেয়ী, পুলিশের দ্বারস্থ শিল্পী

অবিলম্বে এসব বন্ধ হোক, প্রতিক্রিয়া শিল্পীর।

Singer Sahana Bajpaie trolled on Facebook, files police complaint
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2017 10:54 am
  • Updated:August 12, 2017 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের হেনস্তার শিকার শিল্পী। এবার ফেসবুকে কুরুচিকর, অশ্লীল আক্রমণের মুখে পড়লেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাহানা বাজপেয়ী। আপত্তিজনক পোস্টের প্রতিবাদও জানালেন সোশ্যাল প্ল্যাটফর্মেই। ই-মেল মারফত পুলিশের দ্বারস্থ হন শিল্পী। তারপর বোলপুর থানায় সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন সাহানা। অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবাদ জানান সাহানা। লেখেন, তাঁর বন্ধু এবং সহযোগী সমন্ত্যক কিছুদিন আগে তাঁর ফেসবুকে একটি গান পোস্ট করেন। তাতে জনৈক দেবেন্দ্র বসু নামে এক যুবক সাহানার উদ্দেশ্যে অশ্লীল কমেন্ট করেন। এরপর কমেন্টবক্সেই প্রতিবাদ জানান সমন্ত্যক।

Advertisement

বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন সাহানা। ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালকে সাহানা জানান, ‘এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। আগে রাস্তাঘাটে মহিলারা কিছু বিকৃত মানুষের হেনস্তার শিকার হতেন। এখন সোশ্যাল মিডিয়ায় সেই রোগ দেখা দিয়েছে। দিন দিন বেড়েই চলেছে মহিলাদের হেনস্তা হওয়ার ঘটনা। এমনকী রূপান্তরকামী, সমকামীরাও এই ধরনের হেনস্তার শিকার হচ্ছেন। এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার।’ প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

Sahana New_web

 

 

 

 

প্রসঙ্গত, কয়েক মাস আগে ফেসবুকে একটি কবিতা পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েন কবি শ্রীজাত। তারপর সেই ঘটনার প্রতিবাদ করায় সোশ্যাল মিডিয়ায় গণধর্ষণের হুমকি দেওয়া হয় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারজয়ী কবি মন্দাক্রান্তা সেনকে। তখন তিনিও প্রশাসনের দ্বারস্থ হন। শ্রীজাত, মন্দাক্রান্তা, সাহানাদের একটাই আবেদন, বন্ধ হোক সোশ্যাল মিডিয়ায় এই কুরুচিকর আক্রমণ। মানুষ হিসাবে অন্তত অন্যদের সম্মান দিতে শিখুক নেটিজেনরা।

[শ্রীজাতর পর এবার আক্রান্ত মন্দাক্রান্তা, ফেসবুকে গণধর্ষণের হুমকি বিশিষ্ট কবিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement