Advertisement
Advertisement

Breaking News

টেলি-দুনিয়ায় ভুতুর ‘স্পেশাল’ পুরস্কার

১৫তম টেলিসিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে স্পেশাল পারফরম্যান্সের পুরস্কার পেল ‘ভুতু’ আর্শিয়া মুখোপাধ্যায়

Special performance award for 'BHUTU' in 15th Telecine awards
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 6:57 pm
  • Updated:June 6, 2016 7:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত যে এমন মিষ্টি হতে পারে কে জানত! কোথায় সেই ভূতের ভয়, কোথায় বা ভূত নিয়ে চিরাচরিত সংস্কার! একটা ‘দুধুভাতু’ এসে যেন সব ধারণা ওলটপালট করে দিয়েছে৷ ভূতের চেনা ছবি পাল্টে সে ডাক পাঠিয়ে বলেছিল, ‘নাম আমার ভুতু’৷ তবে ম্যাজিকে যে সে মোটেও ‘দুধুভাতু’ নয় তা তো প্রমাণ হয়েই গিয়েছে৷ কাহিনীর পরতে নানা ঘটনা সে চোখের নিমেষে ঘটিয়ে ফেলে৷ বাস্তবেও তার ম্যাজিকের শেষ নেই৷ আর তাই অতটুকু খুদে হয়েও ১৫তম ‘টেলিসিনে অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে স্পেশাল পারফরম্যান্সের পুরস্কার পেল ‘ভুতু’ আর্শিয়া মুখোপাধ্যায়ই৷

13310493_1706868942895081_6290961223371807279_nপ্রোমোতে যখন থেকে সে ছোট ছোট হাতদুটি বাড়িয়ে মোয়া খাওয়ার ডাক দিত তখন থেকেই বাঙালির ড্রয়িংরুমে সে বড় আদরের৷ একরত্তি মেয়েটিকে ভূত ভাবতে যেন মনই চায় না৷ যেমন কাহিনীর অন্দরে তাকে ভূত বললে সে নিজেই ঠোঁট ফুলিয়ে গোঁসা করে৷ ‘ভূত নয় ভূত নয়’, ভুতু হয়েই টেলিভিশনের দুনিয়ায় ছোট্ট আর্শিয়া প্রায় আলোড়ন ফেলে দিয়েছে৷

Advertisement

স্টুডিওতে তাকে দেখেই নতুন গল্পের কথা ভাবতে শুরু করেছিলেন কাহিনীকার সাহানা দত্ত৷ তিনিই ‘ভুতু’ সিরিয়ালের ক্রিয়েটিভ ডিরেক্টর৷ ‘ভুতু’কে সামনে রেখে এমন এক গল্প তিনি আনলেন, যা একেবারে নতুন স্বাদের৷ ভাল ভূতের গল্প বাংলা সাহিত্যে বিরল নয়৷ কিন্তু ‘ভুতু’ তো জানেই না যে সে ভূত৷ খানিকটা ‘ক্যাসপার’-এর ছায়া মনে হতে পারে, তবে ‘ভুতু’ তার কাহিনীতে ও নিখাদ বাঙালিয়ানায় প্রমাণ করে দিয়েছে তার নিজস্বতা৷ আর এ সবই সম্ভব হয়েছে ছোট্ট আর্শিয়ার জন্য৷ যে অসামান্য দক্ষতায় ও সারল্যে ‘ভুতু’কে সে ফুটিয়ে তুলেছে তার তুলনা মেলে না৷ বাংলা সিনেমা ও সিরিয়ালের দুনিয়া বহু শিশু অভিনেতাকে পেয়েছে৷  ‘ভুতু’র সরল নিষ্পাপ চাহনী, অভিনয়ের স্বাভাবিকতা, অকৃত্রিম অভিব্যক্তি তাকে সে তালিকায় নিশ্চিতই সামনের সারিতে তুলে আনবে৷ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার যুগে তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া৷ সব মিলিয়ে বাঙালির ঘরে ঘরে অল্প সময়ে ভুতুর যেমন আদর, তেমন কদর৷ এই আদর অবশ্য ভুতুর আড়ালে থাকা আর্শিয়ার জন্যই তোলা৷ আর্শিয়ার অধ্যবসায়কে স্বীকৃতি জানাল ‘টেলিসিনে অ্যাওয়ার্ডস’ও৷ তার স্পেশাল পারফরম্যান্সের ট্রফিটাই যেন ঘরে তার আদরের স্মারক হয়ে থাকল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ