সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশন জগতে দুঃসংবাদ। রহস্যজনকভাবে মৃত্যু খ্যাতনামা মডেল-অভিনেতা আদিত্য সিং রাজপুতের। ২২মে, সোমবার দুপুরে বাড়ির শৌচালয় থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মৃতদেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ আদিত্য সিং রাজপুত। প্রথম জীবনে একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করার পর বেশ কিছু হিন্দি ছবিতেও দেখা যায় তাঁকে। জনপ্রিয় রিয়ালিটি শোয়েরও অতি পরিচিত মুখ ছিলেন তিনি। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি মুম্বই ইন্ডাস্ট্রিতে কাস্টিং কোঅর্ডিনেটরের কাজও করতেন আদিত্য়।
[আরও পড়ুন: কচুয়াধাম লোকনাথ মন্দিরে নুসরত, বাচ্চা কোলে কীর্তন শুনলেন সাংসদ-নায়িকা]
মুম্বইয়ের এক বিলাসবহুল আবাসনের ১১ তলার ফ্ল্যাটে থাকতেন অভিনেতা আদিত্য সিং রাজপুত। বন্ধুরাই বাড়িতে এসে শৌচালয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। এরপরই তড়িঘড়ি আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পর্যবেক্ষণ করেই আদিত্য সিং রাজপুতকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, অতিরিক্ত মাদক সেবনের জন্যই অভিনেতার মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত হাসপাতালের তরফে আদিত্যর মৃত্যুর কারণ নিয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, মডেল হিসেবেই মুম্বইতে কেরিয়ার শুরু করেছিলেন আদিত্য সিং রাজপুত। বেশ কিছু হিন্দি ধারাবাহিকের পাশাপাশি ৩০০টি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। অংশ নিয়েছিলেন ‘স্পিটসভিলা ৯’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো শোগুলিতে। কাস্টিং কোঅর্ডিনেটর হিসেবে বেশ কয়েকটা নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গেও ওঠাবসা ছিল আদিত্যর।
[আরও পড়ুন: এবার OTT-তে সলমন, অ্যাকশনে ভরপুর সিরিজে চমক দেবেন ভাইজান!]
View this post on Instagram
তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদুনিয়ায়। মাত্র ৩২ বছর বয়সে আদিত্যর প্রয়াণ অনেককেই সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে।