Advertisement
Advertisement

Breaking News

Roopa Ganguly Meyebela

TRP-তে জোর ধাক্কা! রূপা সরতেই দর্শক হারাচ্ছে ‘মেয়েবেলা’?

মন কাড়তে ব্যর্থ নতুন 'বিথী মাসি' অনুশ্রী?

After Roopa Ganguly's exit, Bengali serial Meyebela TRP goes down | sangbad pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 18, 2023 3:55 pm
  • Updated:May 18, 2023 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই খবরের শিরোনামে ‘মেয়েবেলা’। ‘বিথী মাসি’র চরিত্র থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর হইচই হয়েছে টেলিদুনিয়ার অন্দরমহল থেকে সমাজ মাধ্যমে। তবে বিতর্কে লাভের লাভ কিছুই হয়নি! বরং সরাসরি প্রভাব পড়েছে TRP-তে।

লাগাতার কমছে ‘মেয়েবেলা’র TRP। রূপা গঙ্গোপাধ্যায় সরতেই কি রেটিং চার্টে এমন ধাক্কা পড়ল? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, বর্তমানে সংশ্লিষ্ট ধারাবাহিকে ‘বিথী মাসি’র চরিত্রে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। তবে মৌয়ের নতুন শাশুড়িতে সম্ভবত মন মজছে না দর্শকদের। স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই তা স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, সুপ্রিম নির্দেশে বাংলায় ফের দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’]

দর্শকদের একাংশের মতে, ‘বিথীর চরিত্র অনুযায়ী সাজগোজ, হাঁটা-চলা, কথা বলার ধরণ কিংবা আদবকায়দা অনুশ্রী দাস একেবারেই ফোটাতে পারছে না।’ কেউ বা আবার বলছেন, ‘বিথীর মেকাপটা এত বেশি যে খুব বাজে লাগছে। আগের বিথী মাসির সঙ্গে মানাচ্ছে না।’ কারও বা আবার মন্তব্য, ‘রূপা গঙ্গোপাধ্যায়ের পরে অনুশ্রীকে অসহ্য লাগছে। অভিনয়ের ফারাক এতটাই..!’

Advertisement

উল্লেখ্য, ৪মে থেকেই টেলিপর্দায় বিথীর চরিত্রে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। এরপর ৫মে টিআরপি তালিকায় ‘মেয়েবেলা’র রেটিং আসে ৫.৮। পরের সপ্তাহে তা ০.১ পয়েন্ট নেমে ৫.৭-এ দাঁড়ায়। চলতি সপ্তাহে ‘মেয়েবেলা’র রেটিং আরও কমে গিয়ে ৫.২-তে দাঁড়িয়েছে। নিম্নমুখী এই মার্কশিটের নেপথ্যে কি রূপা গঙ্গোপাধ্যায়ের সরে দাঁড়ানো? এমন প্রশ্নই উঠছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে যৌথভাবে প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে ‘গৌরী এলো’। তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’।

[আরও পড়ুন: বক্স অফিসে ভাইজানকে ‘ভোকাট্টা’ ‘দ্য কেরালা স্টোরি’র! বিতর্কেই ‘পোয়াবারো’ প্রযোজকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ