সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্লু ভাইজানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অনেক নতুন ট্যালেন্টই। যিনি কিনা বলিপাড়ায় নবাগতদের কাছে ‘গডফাদার’ নামেই পরিচিত। নিজস্ব প্রযোজনা সংস্থার সৌজন্যে ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন অনেক নতুন মুখ। ছবির প্রযোজনার পাশাপাশি বছর খানেক আগে থেকে নেমে পড়েছেন টেলিভিশন প্রোগ্রামের প্রযোজনাতেও। সোনির বিখ্যাত কমেডি শো কপিল শর্মা শোয়ের প্রযোজকও ভাইজান। আর এবার শোনা যাচ্ছে, সলমন নাকি নিজের ব্র্যান্ডে এক নতুন টিভি চ্যানেল নিয়ে আসতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ভাইজান ইতিমধ্যেই একজনকে নিয়োগ করেছেন চ্যানেলের যাবতীয় অফিশিয়াল কাজকর্ম থেকে চুক্তি-সবকিছু দেখাশোনার জন্য। শুধু তাই নয়, সেই আসন্ন সেই চ্যানেলের জন্য উপযুক্ত কনটেন্টও খুঁজছেন। এর সঙ্গে বেশ কিছু টেলিভিশন শোয়ের প্রযোজন করবেন বলেও জানা গিয়েছে।
[এবার পর্দায় শাইনি আহুজার বায়োপিক!]
প্রযোজনার পাশাপাশি নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর আরেকটি শাখাও বিস্তার করার কথা ভাবছেন তিনি। যার নাম হবে ‘বিয়িং চিলড্রেন’। শিশুসংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে কাজ করবে সলমনের এই সংস্থা, এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে। এর আগেও ভাইজানকে দেখা গিয়েছে রোগে আক্রান্ত বহু শিশুদের সমস্যায় ঝাঁপিয়ে পড়তে।
[লোকসভা ভোটে রাজ্য বিজেপির থিম সং গাইলেন বাবুল সুপ্রিয়]
আপাতত, ভাইজান আলি আব্বাস জাফরের ‘ভরত’ নিয়ে ব্যস্ত। চলতি বছরের জুনেই মুক্তি পাচ্ছে ‘ভরত’। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও রয়েছেন দিশা পাটানি, তাবু, শশাঙ্ক অরোরা। ‘ভরত’-এর পর সলমন হাত দেবেন ‘দাবাং থ্রি’-এর কাজে। আবার কানাঘুষো শোনা যাচ্ছে, বনশালির পরবর্তী ছবির নায়কও নাকি তিনি। ‘হাম দিল দে চুকে সনম’-এর রিমেকে প্রায় দু’দশক পরে একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন খান এবং সঞ্জয় লীলা বনশালি। অভিনয়ের সঙ্গে সঙ্গে মন দিয়ে আজকাল গানটাও গাইছেন বইকি ভাইজান। সম্প্রতি, নিজস্ব প্রযোজনার ছবি ‘নোটবুক’-এ ‘ম্যায় তারে’ গানটি গাইলেন তিনি। দেখে নিন সেই গানের ঝলক।