Advertisement
Advertisement
Bengali Serial TRP

‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ না ‘নিমফুলের মধু’, এবার TRP তালিকায় কোন সিরিয়াল এগিয়ে?

কার গল্প দর্শকদের কতটা মনে ধরল?

Here is the weekly TRP Rating of Bengali Serials | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 16, 2024 2:52 pm
  • Updated:February 16, 2024 2:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। প্রেমের এই মরশুম বাংলা সিরিয়ালেও দেখা গিয়েছে। অবশ্য এর মাঝেও গল্পের টুইস্ট অ্যান্ড টার্নস অব্যাহত। কেউ খুনের কিনারা করতে ব্যস্ত, কেউ আবার নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। কার গল্প দর্শকদের কতটা মনে ধরল? তা বোঝা যায় সাপ্তাহিক TRP তালিকায়।

Jagaddhatri

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরেই বাংলা সিরিয়ালের TRP তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। যে ধারাবাহিকের নম্বর এর আগে ছিল ৮.৫, তা এখন ৮.৯। এই সিরিয়ালে এখন উপলের সূত্র ধরে কৌশিকীর উপর গুলি চালানোর নেপথ্যে থাকা কালপ্রিটকে ধরাই জগদ্ধাত্রী ওরফে জ্যাস সানাল্যের মূল লক্ষ্য।

Advertisement

[আরও পড়ুন: ইডি ডেকেছে তছরুপের মামলায়, মিঠুন বললেন, ‘দেব ওরকম ছেলে নয়’]

দর্শকদের তুল্যমূল্য বিচারে এ সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (৮.৭)। ভালোবাসার মরশুমে কোন দিকে মোড় নেবে রোহিত-ফুলকির সম্পর্ক, তা নিয়ে আগ্রহ বিস্তর। তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (৮.২)। এই সিরিয়ালের ইশার নিত্যনতুন ষড়যন্ত্র অব্যাহত। পর্ণা-সৃজন কি পারবে ইশাকে মোক্ষম জবাব দিতে?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

TRP তালিকায় চতুর্থ স্থান দখলে রেখেছে ‘গীতা এলএলবি’ (৮.০)। পঞ্চম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’ (৭.৮)। এর পরে যথাক্রমে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘কার কাছে কই মনের কথা’, ‘কথা’, ‘সন্ধ্যাতারা’, ‘জল থই থই ভালোবাসা’, ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘তুমি আশে পাশে থাকলে’।

[আরও পড়ুন: মুকেশ আম্বানিই দিয়েছিলেন সাফল্যের টোটকা! ‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার হতেই মুখ খুললেন রণবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ