সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর বিয়ে আর রুবেল নাচবেন না, তা কেমন করে হয়! যেই না গান শুরু হল। একেবারে সামনের সারিতে চলে এল ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের সৃজন। ব্যস! জমে গেল বিয়ের আসর।
উত্তর ২৪ পরগনার বারাসতের ছেলে রুবেল। অভিনেতা হওয়ার আগে নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। শুধু ডান্সার নয় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ‘বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন হয়ে দিব্যি কাজ করছেন।
[আরও পড়ুন: ‘আশাহত করব না…’, দেবের নায়িকা হয়ে মন্তব্য ‘মিঠাই’ সৌমিতৃষার]
বুধবার বন্ধুর বিয়েতে নাচের ভিডিও আপলোড করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, “বন্ধু তোর বিয়েতে যদিও অনেক সতর্কবার্তা দিলাম, বললাম যে করিস না, করিস না। তাও বলছি জীবনে একটা ভাল কাজ করলি এতদিনে, অনেক শুভেচ্ছা, আগামী জীবন সুখের হোক, দু’জনকে খুব ভালবাসি।”
View this post on Instagram
বন্ধুকে সতর্কবার্তা দিলেও রুবেল নিজে প্রেমসাগরে বেশ কিছুদিন হল ডুব দিয়েছেন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, এমনটাই খবর। যদিও বন্ধুর বিয়েতে ‘মস্তি’র মুডেই ছিলেন ছোটপর্দার তারকা। বন্ধুকে টেনে নিয়েই ‘এক কুওয়ারা’ গানে নেচে মাতিয়ে দিয়েছেন আসর।