Advertisement
Advertisement
Rachana Banerjee

কেন আজও ‘আইবুড়ো’ ঋ? শুধু রচনার কাছেই বিয়ে না করার কারণ ফাঁস করলেন অভিনেত্রী

কেন এখনও বিয়ে করেননি অভিনেত্রী? মনের কথা বললেন শুধু রচনাকেই।

Rii Sen shares to Rachana Banerjee why she didn't get married yet
Published by: Sandipta Bhanja
  • Posted:May 11, 2024 5:16 pm
  • Updated:May 11, 2024 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর অবাধ বিচরণ। সিনেমা হোক বা সিরিজ, চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে কখনও পিছপা হননি। বরাবরই সাহসী ঋ (Rii Sen)। প্রেমেও পড়েছিলেন। কিন্তু ব্যক্তিগতজীবনে এখনও কেন বিয়ের পিঁড়িতে বসলেন না ঋতুপর্ণা সেন? কেন আজও ‘আইবুড়ো’? সেই মনের কথাই শেয়ার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee )।

সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন ঋ। সেখানে এসেই অভিনেত্রী ফাঁস করলেন তাঁর ‘সিঙ্গল’ থাকার নেপথ্যের কারণ। রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানালেন, “যাকেই ভালো লাগে, সে আর আমার জন্য অপেক্ষা করেনি। সবাই বিয়ে করে ফেলেছে।” ঋয়ের মুখে একথা শুনে হেসে গড়িয়ে যান টেলিপর্দার ‘দিদি নম্বর ওয়ান’। এরপরও অভিনেত্রীর সংযোজন, “আমি ঠিক করেছি একাই থাকব। বুড়ো বয়সে বেনারসে চলে যাব। ওখানে গিয়ে ধ্যান করব।” অভিনেত্রীর কথা শুনে রচনার রসিকতা, “তুই হিমালয়ে চলে যা, ওখানে গিয়ে ধ্যান কর।” ঋ-রচনার কথোপকথন শুনে হেসে গড়ালেন মঞ্চে উপস্থিত মিশমি, শ্রীতমারা।

Advertisement

[আরও পড়ুন: শোভন-সোহিনীর বিয়ের চর্চার মাঝেই স্বস্তিকা-ইমনের দেখা, ‘এক্স-কে নিয়ে গসিপ?’, প্রশ্ন নেটপাড়ার]

রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভোটের ময়দানে ব্যস্ত। ব্রিগেডের মঞ্চে তৃণমূলে যোগ দিয়েই হুগলি কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন তিনি। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন পিচে নেমেই আদা জল খেয়ে প্রচার করছেন রচনা। আগেভাগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, দিনে ভোটপ্রচারের পাশাপাশি রাতে ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং চালাবেন তিনি। টেলিপর্দায় সমানভাবেই চলছে এই রিয়ালিটি শো। আর সেখানেই রচনার কাছে এখন পর্যন্ত ‘আইবুড়ো’ থাকার কারণ ফাঁস করলেন অভিনেত্রী ঋ।

[আরও পড়ুন: খিস্টান ভাবাবেগে আঘাত! করিনাকে নোটিস আদালতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement