সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা মে ধুমধাম করে বিয়ে করেছিলেন। দীর্ঘ দিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সীর গলায় দিয়েছিলেন মালা। সেই ঘটনার এক মাস কাটতে না কাটতেই ফের বিয়ে করে ফেললেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। পাত্র সৌম্য নন, অন্য কেউ।
ঘটনা সত্যি, তবে রিয়্যাল নয়, রিল লাইফে। হ্যাঁ, ‘সোহাগ জল’ ধারাবাহিকেই বিয়ে করেছেন সুদীপ্তা। আর সেই ভিডিও এসেছে প্রকাশ্যে। ধারাবাহিকে নায়ক শুভ্র ও নায়িকা জুঁইয়ে চরিত্রে অভিনয় করেছেন হানি বাফনা ও শ্বেতা ভট্টাচার্য। খল চরিত্র বেণীর ভূমিকায় রয়েছেন সুদীপ্তা। ভিডিওতে দেখা যাচ্ছে শুভ্রর দাদা সাম্যকে বিয়ে করে চট্টোপাধ্যায় বাড়ির সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয় বেণী। পরিবারের সদস্যদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে সে। তাতেই জুঁই চ্যালেঞ্জ করে বলে, পরিবারের হারানো সম্মান ফিরিয়ে বেণীকে পায়ে পড়তে বাধ্য করবে।
View this post on Instagram
[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ‘আঙ্কেলজি’র প্রেম প্রস্তাব, মোক্ষম জবাব দিলেন স্বস্তিকাকন্যা অন্বেষা]
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। পয়লা মে তরুণ তৃণমূল নেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বাস্তবে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর। লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছিল সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য।
View this post on Instagram
সুদীপ্তা-সৌম্যর রিসেপশনও ছিল নজরকাড়া। সেদিন শাড়ি নয় বরং লহেঙ্গা পরেছিলেন সুদীপ্তা। টলিউডের অতিথিরা যেমন এসেছিলেন, তেমনই এসেছিলেন রাজনৈতিক নেতারা। প্রত্যেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান।