Advertisement
Advertisement

জোর করে অভিনেত্রীদের দেহব্যবসায় আনার অভিযোগ, মার্কিন মুলুকে ধৃত ভারতীয় প্রযোজক

পুলিশের জালে প্রযোজক ও তার স্ত্রী৷

Tollywood flesh trade busted in Chicago, Telugu film producer, wife held

ছবি - প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2018 5:24 pm
  • Updated:June 15, 2018 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ ভাবে যৌন ব্যবসা চালানোর অপরাধে দক্ষিণী সিনেমা বা টলিউডের এক প্রযোজক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করল শিকাগো পুলিশ৷ ধৃতদের নাম কৃষ্ণ মদুগুমুদি ও তার স্ত্রীর নাম চন্দ্রা মদুগুমুদি৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই শিকাগো শহরে মধুচক্র চালাচ্ছিল তারা৷ দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের আমেরিকায় নিয়ে গিয়ে যৌন ব্যবসার কাজে লাগাত৷ এমনকি কেউ এই কাজ করতে অস্বীকার করলে তাঁকে নানান ভয় দেখিয়ে রাখা হত৷ ইতিমধ্যে যুগলকে আদালতে পেশ করেছে পুলিশ৷ আদালতের নির্দেশে চলছে প্রমাণ জোগাড় করার কাজ৷

[রাজের ‘জোজো’ হয়ে টলিউডে জয়জিৎ-পুত্র যশোজিৎ, অরুণাচলে চলছে শুটিং]

Advertisement

জানা গিয়েছে, অনেকদিন ধরেই আমোরিকায় থাকতেন ধৃতরা৷ অতীতে দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সঙ্গে এদের যোগাযোগ ছিল৷ একাধিক তেলুগু ছবির প্রযোজনা করেছে কৃষ্ণ মদুগুমুদি৷ ফলে দক্ষিণ ভারতের অভিনেত্রীদের সহজেই টার্গেট করতে পারত তারা৷ বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যাঁরা নতুন কাজ করতে আসছে বা উঠতি অভিনেত্রী তাঁদের মোটা টাকার লোভ দিয়ে মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হত৷ তারপরে তাদের কাজে লাগান হত যৌন ব্যবসায়৷ বিশেষ করে বিভিন্ন ভারতীয় অনুষ্ঠান ও পার্টিতে৷ সুন্দরী মহিলাদের সামনে রেখে রোজগার হত মোটা অঙ্কের টাকা৷ পুলিশ জানাচ্ছে, এক এক সময় ক্লায়েন্টের কাছ থেকে তিন হাজার ডলার পর্যন্ত দাম পেতেন এরা৷

[পর্দায় ফিরছে ‘চৌরঙ্গী’র নস্ট্যালজিয়া, ফের সৃজিতের সিনেমায় স্বস্তিকা!]

গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় শিকাগো পুলিশ৷ গ্রেপ্তার হয় চক্রের দুই কিং পিন৷ পুলিশ সূত্রে খবর, কোনও মহিলা তাদের ব্যবসায় যোগ দিতে রাজি না হতে তার উপর চলত অকথ্য অত্যাচার৷ এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়ার প্রমাণ মিলেছে৷ পুলিশের হাতে এসেছে কৃষ্ণ মদুগুমুদির একটি ইমেল৷ যেখানে তাকে দেখা গিয়েছে একজন মহিলাকে প্রাণনাশের হুমকি দিতে৷ ধৃতদের কোর্টে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের সূত্র ধরে, আরও তথ্য-প্রমাণ জোগাড় করতে চাইছে তারা৷ উদ্ধার করা হয়েছে সমস্ত মহিলাদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement