সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফার্স্টলুক প্রকাশ পেয়েছিল বেশ কিছুদিন আগেই৷ আর এবার সামনে এল ছবির ট্রেলার৷ দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’৷ ট্রেলারে উঠে এসেছে এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামীর প্রেমের গল্প৷
[যৌনতা কি মানসিক সম্পর্কের চেয়েও গুরুত্বপূর্ণ? উত্তর দেবে ‘FINALLY ভালোবাসা’]
‘নগরকীর্তন’-এর বিষয় সমপ্রেম। এ ছবির প্রধান দুই মুখ ঋত্বিক চক্রবর্তী এবং ঋদ্ধি সেন। ট্রেলারে দেখা গিয়েছে এক যুবক দাড়ি কামিয়ে নিচ্ছেন নিখুঁতভাবে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। বুকের মাপ ঠিক রাখার জন্য নানা ব্যবস্থাও করছেন তিনি৷ কাঁধে ব্যাগ নিয়ে লম্বা বিনুনি বেঁধে আবার তিনিই রাস্তায় বেরোচ্ছেন টাকা রোজগারের আশায়। ভালবাসাতেও কোনও খামতি নেই তাঁর। আর পাঁচজন মেয়ের মতো সংসার করার স্বপ্নে মশগুল ওই যুবক৷ কিন্তু মেয়েলি যুবকের স্বপ্ন কি সফল হবে? মেনে নেবে তাঁকে সমাজ? এই সমস্ত প্রশ্নের উত্তরই দেবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’৷
[সোশ্যাল মিডিয়ায় সমালোচিত অনুষ্কা, কিন্তু কেন?]
এ ছবির তিনটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে৷ তা বাদ দিতে বাধ্য হন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে তাতে ছবির কোনও ক্ষতি হয়নি বলেই দাবি পরিচালকের। ‘নগরকীর্তন’-এ অভিনয়ের জন্যই ওজন বাড়াতেও হয়েছিল ঋত্বিককে। আর ঋদ্ধির কাছে অভিনয়ের রেফারেন্স ‘দ্য ড্যানিশ গার্ল’। মুক্তির আগেই এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে৷ তাই মুক্তির পর এই ছবির ট্রেলার সিনে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি৷ বাঁশিওয়ালা এবং রূপান্তরকামীর প্রেমে দর্শকদের মন কতটা মজে, সেটাই এখন দেখার৷