Advertisement
Advertisement

হা ঈশ্বর! মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এ কী বললেন টুইঙ্কল খান্না!

তারিফ করতে হয় মিসেস ফানিবোনস্-এর দুঃসাহসের!

Twinkle Khanna Tweets About Donald Trump
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 3:06 pm
  • Updated:November 10, 2016 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলেনই বা তিনি শুধুই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট! আদতে যে তাঁর হুকুম ঠারেঠোরে এসে পড়বে বিশ্বের ঘাড়েও, তাও কী আর বলে দিতে হয়! ফলে, আমেরিকার নির্বাচন নিয়ে মাথা ঘামান না, এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া ভার! সেই তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের সেলিব্রিটিরাও। নির্বাচনের আগেই যেমন ডোনাল্ড ট্রাম্প বনাম হিলারি ক্লিনটন সমর্থনের প্রসঙ্গে মুখ খুলেছিলেন সলমন খান! আর এবার নির্বাচনের পরেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক টুইট করলেন টুইঙ্কল খান্না!
মিসেস ফানিবোনস্ যা লিখেছেন, তা দেখে চমকে উঠতে হয়! সেই সঙ্গে তারিফ করতে হয় তাঁর দুঃসাহসেরও! মোট তিনটি টুইটে ট্রাম্প আর তাঁর সমর্থকদের উদ্দেশে নিদারুণ শ্লেষ ছুড়ে দিয়েছেন নায়িকা। যার শুরুটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ‘ডোনাল্ড ডাক’ বলা দিয়ে।


“ডোনাল্ড ডাক হোয়াইট হাউজে যাচ্ছে, এ এখন আর কোনও সাররিয়েল দুঃস্বপ্ন নয়। নারীবিদ্বেষ তার তুরুপের তাসটি চেলেছে এবং জিতেছে”, প্রথম টুইটে লিখেছেন টুইঙ্কল!


“উদ্ধত, লিঙ্গবিদ্বেষী, জাতিবিদ্বেষী তবে নারীবাদী নয়- এই কথা বলে ডোনাল্ডের আসা-যাওয়ার পথে ডানা ঝাপটে সমর্থন জানাচ্ছে পাখির মতোই ছোট মাথাওয়ালা সমর্থকরা”, দ্বিতীয় টুইটে আরও একটু চড়া হয়েছে মিসেস ফানিবোনসের রঙ্গব্যঙ্গ!


তৃতীয় টুইটে এসে কিন্তু নিজেকেও ব্যঙ্গের নিশানায় রেখেছেন নায়িকা। লিখেছেন, “এমনকী আমার বইটাও এবার কুর্নিশ করছে ডোনাল্ড ডাককে!” ঘুরিয়ে আসলে বলতে চাইলেন তিনি, এতদিন পর্যন্ত দুনিয়াকে রঙ্গব্যঙ্গের নমুনা দেখিয়েছে মিসেস ফানিবোনস্। কিন্তু এই যে রাজনৈতিক প্রহসন, তা হার মানাল মিসেস ফানিবোনস্-কেও!
আমরা কিন্তু একটাই কথা বলব! মিসেস ফানিবোনস্-কে হার মানায় এমন সাধ্য কার! খুব হালকা ভাবে এমন মতামত আর কেই বা কবে দিতে পেরেছেন বিশ্ব রাজনীতির প্রসঙ্গে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ