BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

পর্দায় মধুবালা হতে চান শ্রীদেবী-কন্যা জাহ্নবী

Published by: Sangbad Pratidin Digital |    Posted: July 13, 2018 9:23 pm|    Updated: July 13, 2018 9:23 pm

Want to recreate Madhubala's magic on screen: Janhvi Kapoor

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সঞ্জু’র সাফল্যের পরই সুরটা তুলেছিলেন কিংবদন্তি অভিনেত্রীর বোন। ইঙ্গিত দিয়েছিলেন, রুপোলি পর্দার ওপারে যে মায়াকে ছোঁয়ার স্বপ্ন দেখেছে কয়েক প্রজন্মের পুরুষ, সেই মধুবালার জীবনকে রুপোলি পর্দায় তুলে আনতে চান। তাঁর মতে, এটাই একেবারে সঠিক সময়। তবে মধুবালার জীবন তো বিতর্কের ঊর্ধ্বে নয়। বহু মানুষ জড়িয়ে আছেন তাঁর জীবনে। আছে অনেক না-বলা কথা। গোপন ডায়েরির সেইসব পাতাও কি উঠে আসবে বায়োপিকে? নাকি সেটিও হবে ‘সঞ্জু’র মতো কাটছাঁট কিছু। অবশ্য এ বক্তব্য আনুষ্ঠানিক ঘোষণা নয়। তার জন্য এখনও খানিকটা অপেক্ষা করতে হবে। তবে এর মধ্যেই মধুবালার চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী।

[কন্ডোম দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেয় কাস্টিং ডিরেক্টর, বিস্ফোরক অভিনেত্রী]

সামনেই প্রথম ছবি ‘ধড়ক’-এর মুক্তি। তারই প্রচারে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন কো-স্টার ইশানের সঙ্গে। সম্প্রতি কলকাতাতেও এসেছিলেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ২১ বছরের নায়িকা জানান ছোটবেলা থেকেই মধুবালার সিনেমা দেখে বড় হয়েছেন তিনি। ‘মুঘল-এ-আজম’, ‘চলতি কা নাম’ গাড়ির মতো সিনেমা দেখে। এমন সিনেমা তাঁকে অনুপ্রেরণা জোগায়। কেবল মধুবালাই নয়, মীনা কুমারী, ওয়াহিদা রহমানেরও ভক্ত তিনি। এমন চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারলে মনে হবে জীবনে কিছু একটা করলেন।

প্রথম ছবি এখনও মুক্তি পায়নি। তবে ইতিমধ্যেই মিডিয়ার শিরোনামে উঠে এসেছেন জাহ্নবী। সংবাদের শিরোনামেও উঠে আসছে তাঁর নাম। যেখানেই যাচ্ছেন, পাপারাজ্জির ক্যামেরা অনুসরণ করছে। তারকা বাবা-মায়ের কন্যা হওয়া সত্ত্বেও এমন জীবনে এখনও অভ্যস্ত নন জাহ্নবী। তবে নিজেকে এ সবের জন্য তৈরি করছেন তিনি। প্রতি মুহূর্তে নিজেকে আপডেট রাখার চেষ্টা করছেন। ধড়ক তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। শুটিংয়ের সময় কিছুটা হলেও মা সঙ্গে ছিলেন। তাই মায়ের স্পর্শ কিছুটা হলেও রয়েছে। তা সাফল্য পাক, এমনটাই চাহিদা শ্রী-কন্যার।

[পর্দায় মালালার জীবন, প্রকাশ্যে ‘গুল মকাই’-এর ট্রেলার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে