Advertisement
Advertisement

Breaking News

জন্মস্থান নিয়ে ভুল তথ্য, ক্ষুব্ধ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

ইন্টারনেটে একাধিক ওয়েবসাইট বলছে পূর্ববঙ্গে জন্মেছেন রুদ্রপ্রসাদ৷

Wrong Birthplace Mentioned in Websites, Rudraprasad Sengupta Offended
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 11:22 am
  • Updated:August 5, 2016 11:22 am

স্টাফ রিপোর্টার: অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্তর জন্মস্থান ভুল লেখা হয়েছে ইন্টারনেটে৷ তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা৷ ইন্টারনেটে একাধিক ওয়েবসাইট বলছে পূর্ববঙ্গে জন্মেছেন রুদ্রপ্রসাদ৷ না জেনে অনেকেই তা উল্লেখ করছেন৷ কিছু বইতেও তা উল্লেখ করা হয়েছে৷ বৃহস্পতিবার নান্দীকারের দফতরে বসে রুদ্রপ্রসাদ এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন৷
তিনি জানালেন, “আমি কলকাতায় জন্মেছি৷ কিছু আধা ঐতিহাসিক না জেনে আমার জন্মস্থান ভুল লিখছেন৷ এটা ঠিক নয়৷” প্রসঙ্গত, উইকিপিডিয়াতেও এই বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের জন্মস্থান লেখা হয়েছে পূর্ববঙ্গ৷ কিন্তু, তিনি ১৯৩৫ সালের ৩১ জানুয়ারি কলকাতায় জন্মেছেন৷ কী ভাবে এতবড় ভুল হল? অভিনেতা রীতিমতো বিরক্ত৷ ১৯৮০ সালে ভারত সরকার তাঁকে সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দিয়েছে৷ ২০১২ সালে রাজ্য সরকারের কাছ থেকে বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন৷ তার পরেও এতটা বিস্মৃতি কি তাঁর প্রাপ্য?
সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্রুপ থিয়েটারের কর্তাদের ডেকে পাঠায়৷ দিল্লিতে গিয়ে থিয়েটার কর্তাদের কাজের নথি পেশ করতে হয়৷ এই ঘটনারও তীব্র নিন্দা করেছেন রুদ্রপ্রসাদ৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ