Advertisement
Advertisement
Odisha Hanuman Jayanti

হনুমান জয়ন্তীর অশান্তির আঁচ এবার ওড়িশায়, দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম ১০ পুলিশকর্মী

বাংলা, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পর এবার ওড়িশা।

10 cops injured, after violence erupts during Hanuman Jayanti rally in Odisha | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2023 9:08 am
  • Updated:April 13, 2023 9:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পর এবার ওড়িশা। হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ওড়িশার সম্বলপুর জেলা (Sambalpur)। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হলেন অন্তত ১০ পুলিশকর্মী।

দেশের অন্যান্য প্রান্তে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) ইতিমধ্যেই উদযাপিত হলেও ওড়িশায় সেটা উদযাপিত হয় বিষুব সংক্রান্তিতে। সেই বিষুব সংক্রান্তি আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন। অর্থাৎ মাঝে আরও দু’টো দিন বাকি। অথচ বুধবার থেকেই ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে হনুমানজয়ন্তীর মিছিল, শোভাযাত্রা। এমনকী ডিজে সহযোগে বাইক মিছিলও চলছে। ওড়িশার সম্বলপুরে তেমনই এক বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

[আরও পড়ুন: নিচুতলায় সিপিএমের সঙ্গে মহাজোট চাইছে RSS, আলিমুদ্দিনে উদ্বেগ]

স্থানীয় সূত্রের খবর, সম্বলপুরের বুদাপাড়া এবং ধানুপল্লি এলাকা দিয়ে বাইক মিছিল যাওয়ার সময় বাইক লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বেশ কয়েকটি গাড়ি এবং দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে হিংসা রুখতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাথরের আঘাতে অন্তত ১০ জন পুলিশকর্মী জখম হন বলে সূত্রের খবর। এদের মধ্যে দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার। একজন মহিলা পুলিশকর্মীও আছেন। এখনও গোটা এলাকায় থমথমে পরিবেশ। এমনকী এখনও ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে গোটা এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: বাংলার মিড ডে মিলে ১০০ কোটির গরমিল! কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ওড়াল তৃণমূল]

এর আগে বাংলা-সহ কয়েকটি রাজ্যে এই একই ধরনের হিংসার খবর পাওয়া গিয়েছে। এবার ওড়িশাতেও (Odisha) হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এর পিছনে কোনওরকম রাজনৈতিক ইন্ধন বা উসকানি আছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ