Advertisement
Advertisement
কাশ্মীরে দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, কাশ্মীরে মৃত কমপক্ষে ১০

জখম ৩৬ জনের মধ্যে আরও অনেকে মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

10 Killed, and 36 Injured As Bus Falls Into Gorge In Rajouri,JK
Published by: Soumya Mukherjee
  • Posted:January 3, 2020 5:14 pm
  • Updated:January 3, 2020 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার ফলে জম্মু ও কাশ্মীরে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। জখম হয়েছেন আরও ৩৬ জন। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের সুরানকোট এলাকা থেকে যাত্রীবোঝাই একটি বাস জম্মু যাচ্ছিল। সন্ধেবেলায় রাজৌরি জেলার উপর দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসটির চালক। তারপর সোজা পাশের গভীর খাদে গিয়ে পড়ে। বহুক্ষণ বাদে খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিক। তারপরই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। জখমদের মধ্যে ১৪ জনের অবস্থায় গুরুতর হওয়ায় তাঁদের জম্মুর জিএমসি হাসাপাতালে পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে দুজন বাদে বাকিদের পরিচয় জানা গিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ভূতবিদ্যা নিয়ে হাসিঠাট্টার ফল! বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে নাম পরিবর্তনের আরজি বিশিষ্টদের]

 

শুক্রবার এই প্রসঙ্গে রাজৌরির সিনিয়র পুলিশ সুপার ইউগাল মানাস বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় আধিকারিকরা। জখমদের মধ্যে অনেকের অবস্থা খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি অতিরিক্ত যাত্রী চাপানো হয়েছিল। পাশাপাশি দুর্ঘটনাস্থলের কিছুটা আগে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাসটির চালক। তবে এখনও তদন্ত চলছে। তা শেষ হলেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

[আরও পড়ুন: বিক্ষোভের জের! উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার PFI-এর ২৫ সদস্য]

এই দুর্ঘটনার কথা শোনার পরেই জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর গভীর শোক প্রকাশ করেছেন। সমবেদনা জানানো হয়েছে ন্যাশনাল কনফারেন্স(NC)’র তরফেও। এর পাশাপাশি দুর্ঘটনায় মৃতের পরিবার ও জখমদের পাশে থাকার আশ্বাস দিয়েছে তারা। প্রশাসন যাতে এই ঘটনায় মৃতদের পরিবার ও জখমদের আর্থিক সাহায্য করে তার দাবিও জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ