Advertisement
Advertisement

Breaking News

Special trains

আপাতত যাওয়া যাবে না পুরী-দার্জিলিং! বাতিল দূরপাল্লার ১০টি স্পেশ্যাল ট্রেন

দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা।

10 Special trains to be discontinued due to poor patronisation: Eastern Railway | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 18, 2021 3:45 pm
  • Updated:May 18, 2021 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর প্রকোপ ঠেকাতে ১৬ মে থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়। যার পরই আশঙ্কা করা হয়েছিল, এমন পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে বহু দূরপাল্লার ট্রেন। এবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে সে খবরই নিশ্চিত করা হল। মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, করোনার জেরে বাতিল করা হল ১০টি দূরপাল্লার স্পেশ্যাল ট্রেন।

এদিন একটি নোটিস দিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়, ২০ মে থেকে শিলায়দহ-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ২১ তারিখ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। আর যে সমস্ত রেল পরিষেবা মিলবে না, তা হল এরকম:

Advertisement

১. ১৯ মে থেকে চলবে না শিয়ালদহ-পুরী স্পেশ্যাল। একইভাবে ২০ মে থেকে বন্ধ পুরী-শিয়ালদহ স্পেশ্যালও।
২. কলকাতা-হলদিবাড়ি আপ ও ডাউন স্পেশ্যাল ট্রেনটিও বন্ধ থাকবে ২০ মে থেকে।
৩. ২৪ মে থেকে কলকাতা-শিলঘাট স্পেশ্যাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সপ্তাহে একদিনই (সোমবার) চলত ট্রেনটি।
৪. উলটোদিকে ২৫ মে থেকে শিলঘাট থেকে কলকাতা গামী স্পেশ্যাল ট্রেনও চলবে না।
৫. এদিকে আগামিকাল অর্থাৎ ১৯ মে থেকে বাতিল হাওড়া-বালুরঘাট আপ ও ডাউন স্পেশ্যালও ট্রেনটি।

Advertisement

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় SIT গঠনের দাবি নিহতদের পরিবারের, রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের]

রবিবার থেকে ৩০ মে পর্যন্ত অতিমারীর (Corona Pandemic) জেরে  রাজ্যে ‘প্রায় লকডাউন’ ঘোষণার পরই ট্রেনের টিকিট বাতিল করতে শুরু করে দিয়েছিলেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই বিপদের মুখে পড়ে রেল কর্তৃপক্ষও। এমনিতেই আগের থেকে বহু ট্রেনে যাত্রী কম হওয়ায় সেগুলিকে নির্ধারিত সময় পর্যন্ত বাতিল করে দিয়েছে রেল। এবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত দূরপাল্লার ট্রেনগুলি বন্ধই থাকবে।

[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে মিলল না স্বস্তি, বুধবার অবধি জেলেই থাকতে হবে ফিরহাদ-সহ চার নেতাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ