সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদীতে স্নান করতে নেমে গভীর জলে যাওয়াই কাল হল। এর ফলে মারাত্মক কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) চম্বল (Chabmbal) নদীতে। কুমিরের (Crocodile) পেটে চলে গেল ১০ বছরের শিশু। পরে গ্রামবাসীর রোষের মুখে পড়ে ওই কুমিরটি। লাঠি, দড়ি, জালের সাহায্যে কুমিরটিকে ধরে ফেলে গ্রামবাসীরা। মারধর করা হয় কুমিরটিকে। এমনকী তার পেট চিরে শিশুটিকে উদ্ধারের দাবি জানায় উত্তেজিত জনতা। পুলিশ ও বন্যপ্রাণ উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় শেষ পর্যন্ত।
ঘটনাটি মধ্যপ্রদেশের শেওপুর এলাকার। পুলিশ ও গ্রামবাসীদের বক্তব্য, মঙ্গলবার ভোরে স্থানীয় চম্বল নদীতে স্নান করতে নেমেছিল বছর দশকের শিশুটি। সে সাঁতরে গভীর জলে চলে যায়। এমন সময় কুমিরটি আক্রমণ করে শিশুটিকে। আক্রান্ত শিশু দ্রুত সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করে। কিন্তু বিরাট চেহারার শক্তিশালী কুমিরটি ডাঙার কাছ থেকে শিশুটিকে ফের গভীর জলে টেনে নিয়ে যায়। এরপর গিলে ফেলে শিশুটিকে।
মঙ্গলবার এই বিষয়ে স্থানীয় রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক শ্যাম বীর সিং বলেন, “শিশুটি গভীর জলে যাওয়াতেই কুমির আক্রমণ করেছিল। গ্রামবাসীরাই জানায়, কুমির গিলে খেয়েছে ওই শিশুটিকে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.