সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দেশের দৈনিক করোনা (COVID-19) পরিসংখ্যানে খানিকটা স্বস্তি ফিরল। সেই সঙ্গে স্বস্তি দিচ্ছে নিম্নমুখী পজিটিভিটি রেটও। এদিন অ্যাকটিভ কেস বাড়লেও আগের দিনগুলির তুলনায় সেই বৃদ্ধির হার অনেকটাই কম।
#COVID19 | India reports 13,615 fresh cases, 13,265 recoveries and 20 deaths in the last 24 hours.
Active cases 1,31,043
Daily positivity rate 3.23% pic.twitter.com/ndhj0GX7IR— ANI (@ANI) July 12, 2022
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩১ হাজার ৪৩ জন। যা গতকালের থেকে ৩৩০ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩০ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।
[আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর সমর্থনে সায় শিব সেনা সাংসদদের, অপেক্ষা উদ্ধবের সিদ্ধান্তের]
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪৭৪ জন। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও খানিকটা স্বস্তির। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৬৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ।
[আরও পড়ুন: দলে ভাঙনের আশঙ্কা, বিধায়কদের বহিষ্কার করতে চেয়ে স্পিকারকে চিঠি গোয়া কংগ্রেসের]
গত কয়েকদিনের সবচেয়ে চিন্তার জায়গা ছিল দেশের পজিটিভিটি রেট (Positivity Rate) বা সংক্রমণের হার। এদিন সেই সংখ্যাটাতেও খানিকটা স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ৩.২৩ শতাংশ। কোভিডের সংক্রমণ রুখতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই দেশে ১৯৯ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।