Advertisement
Advertisement

Breaking News

গুজরাট কংগ্রেস

বিজেপির দিকে পা বাড়িয়ে ১৩ বিধায়ক? মধ্যপ্রদেশের পর আরও এক রাজ্যে চাপে কংগ্রেস

কংগ্রেস বলছে, 'অল ইজ ওয়েল'।

13 Congress MLAs From Gujarat To Join BJP After Madhya Pradesh?

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 11, 2020 9:19 am
  • Updated:March 11, 2020 9:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের পর কি এবার গুজরাট? জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলত্যাগের পর মধ্যপ্রদেশে কংগ্রেস(Congress) সরকারের পতন একপ্রকার নিশ্চিত। মুখ্যমন্ত্রী কমলনাথ কোনও জাদুমন্ত্রবলে বাঁচাতে না পারলে পতন অনিবার্য। মধ্যপ্রদেশের এই ধাক্কা সামলে ওঠার আগেই গুজরাট থেকে দুঃসংবাদ পেল কংগ্রেস। বিজেপির দাবি, কংগ্রেসের অন্তত ১৩ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং আসন্ন রাজ্যসভা নির্বাচনের পরেই তাঁরা দলত্যাগ করবেন। যদিও কংগ্রেস বলছে, ‘অল ইজ ওয়েল’।

gujarat
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি

গুজরাট বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কংগ্রেসের অনেক বিধায়ক দলের কার্যকলাপে অসন্তুষ্ট। এঁদের মধ্যে অন্তত ১৩ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান। রাজ্যসভা নির্বাচনে এঁরা বিজেপিকেই সমর্থন করবেন। এবং নির্বাচন মিটলেই গেরুয়া শিবিরে শামিল হবেন। উল্লেখ্য, গুজরাট বিধানসভায় ভাঙা-গড়ার খেলা নতুন কিছু নয়। এর আগে ২০১৭ সালে আহমেদ প্যাটেলের রাজ্যসভা নির্বাচনের সময়ও বেশ কিছু কংগ্রেস বিধায়ককে ভাঙিয়ে নিয়ে যায় বিজেপি। তাতেও শেষপর্যন্ত আহমেদ প্যাটেল নির্বাচিত হন রাজ্যসভায়। তারপর বিধানসভাতেও( Gujarat Legislative Assembly) ভাল ফল করে কংগ্রেস। ২০১৭ নির্বাচনে গুজরাট বিধানসভায় কংগ্রেস ৮১টি আসন জেতে। বিজেপি জেতে ৯৯টি আসন। পরে কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগও দিয়েছেন। এবার বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন বিজেপি নেতারা।

Advertisement

[আরও পড়ুন: ‘ঘর ওয়াপসি’, জ্যোতিরাদিত্যের বিজেপিতে যোগের সম্ভাবনায় মন্তব্য পিসি যশোধরার]

কংগ্রেস অবশ্য এই দাবি খারিজ করে দিয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা পরেশ ধানানি(Paresh Dhanani) দাবি জানিয়েছেন, গুজরাট কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই। দল ঐক্যবদ্ধ। কিন্তু, মুখে যতই অস্বীকার করুন, ভাঙনের ব্যপারে চিন্তিত কংগ্রেস নেতৃত্বও। ইতিমধ্যেই, দলের শীর্ষ নেতারা রাজ্যসভা নির্বাচনের আগে ভাঙন রুখতে উচ্চস্তরীয় বৈঠক করেছেন। তাতেই, দলত্যাগে উদ্যোগী বিধায়কদের যথাসম্ভব বোঝানো হয়েছে। তাতেও দলত্যাগ রোখা যাবে কিনা, তা নিয়ে সংশয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ