Advertisement
Advertisement

ভারতে প্রবেশ করতে তৈরি ১৫০ জেহাদি, অনুমান সেনার

জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷

150 jehadis ready to infiltrate India, warns army commander
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 7:40 am
  • Updated:April 27, 2017 7:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই জ্বলছে কাশ্মীর উপত্যকা৷ প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সেনা জওয়ানদের৷ প্রায় ৮ মাস ধরে উপত্যকায় জারি রয়েছে কারফিউ৷ তবুও ইতি পড়েনি পাথর ছোড়ায়৷ সেই ঘোলাজলে মাছ ধরতে খামতি রাখছে না পাকিস্তান৷ জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে ও নাশকতার জন্য সীমান্তের ওপারে তৈরি প্রায় ১৫০ জন জঙ্গি৷ যেকোনও মুহুর্তে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাতে পারে তারা৷ এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷

[দুর্ঘটনায় খুলে বেরিয়ে এসেছিল হার্ট, অস্ত্রোপচার করে স্বাভাবিক জীবনের পথে যুবক]

Advertisement

কাশ্মীর উপত্যকার সুরক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনার ১৫ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের ‘টেরর লঞ্চপ্যাড’গুলিতে ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি হচ্ছে প্রায় ১৫০ জন জেহাদি৷ জম্মুর পুঞ্চ ও রাজৌরির ভারত-পাক সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ চালাতে পারে বলে মনে করা হচ্ছে৷ তিনি আরও জানিয়েছেন, গতবছরের তুলনায় এবছর অনুপ্রবেশের ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে৷ সীমান্তে জওয়ানদের কড়া পাহারা ও প্রবল বরফ পড়ায় অনুপ্রবেশকারীরা বিশেষ সুবিধা করতে পারেনি৷

Advertisement

উল্লেখ্য, অশান্ত কাশ্মীরের পরিস্থিতি শোধরাতে বড় পদক্ষেপ নিল মেহবুবা মুফতি সরকার৷ গ্রেপ্তার করা হল বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবিকে৷ জন নিরাপত্তা আইনে বৃহস্পতিবার আসিয়াকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে উপত্যকায় মানুষকে প্ররোচিত করছেন তিনি৷ বিশেষ করে উপত্যকার মহিলাদের নানাভাবে উসকানি দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে৷

[বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে জঙ্গিদমনে চলছে অপারেশন ‘ঈগল হান্ট’]

প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ভারতীয় সেনাঘাঁটিতে এদিন হামলা চালিয়েছে  জঙ্গিরা৷ এদিন ভোর চারটে নাগাদ সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা৷ জঙ্গিদের গুলিতে তিন ভারতীয় সেনা শহিদ হয়েছেন৷ জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে উরি হামলার কায়দায় ভারতীয় সেনাঘাঁটি আক্রমণ করে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷ সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিকেশ হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ