Advertisement
Advertisement
Australian women

‘ইহুদিদের অসম্মান হচ্ছে’, ভারতে ঘুরতে এসে প্যালেস্টাইনপন্থী পোস্টার ছিঁড়লেন অস্ট্রেলিয়ার যুবতীরা

ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে।

2 Australian women in Kochi destroy pro-Palestine boards
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 17, 2024 8:40 pm
  • Updated:April 17, 2024 8:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই যুবতী। কোচির এক জেটির সামনে লাগানো ছিল প্যালেস্টাইনপন্থী পোস্টার। যা দেখেই রাগে ফুঁসে ওঠেন দুজনে। ইহুদিদের জন্য এটা খুবই অসম্মানজনক। এই দাবিতে সেগুলো ছিঁড়ে ফেলেন তাঁরা। এনিয়ে স্থানীয়দের সঙ্গে ঝামেলায়ও জড়ান দুজনে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার ওই দুই যুবতীর বিরুদ্ধে এফআইআর মামলা করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই পোস্টারগুলো সেখানে লাগিয়েছিলেন স্টুডেন্ট ইসালামিক অর্গানাইজেশনের সদস্যরা। সোমবার যা দেখে বেজায় চটে যান দুই পর্যটক। রাগে পোস্টারগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন তাঁরা। সেসময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। জিজ্ঞসা করেন কেন তাঁরা সেগুলো ছিঁড়ে ফেলছেন। তখন ওই যুবতীদের মধ্যে একজন বলেন, “আমি এটা ইহুদিদের জন্য করছি। আপনারা অপপ্রচার চালাচ্ছেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতীয় সংস্কৃতি রক্ষা করবে’, নাম না করে বিজেপিকে ভোট দেওয়ার আরজি রামদেবের]

এটা শোনার পর সেখানে উপস্থিত এক ব্যক্তি বলেন, “এখানে হিন্দু, খ্রিস্টান, শিখ, মুসলিম সব ধর্মের মানুষ থাকেন। আমরা ভারতে থাকি। এটা শোনার পালটা ওই যুবতী চিৎকার করে বলেন, “এখানে ইহুদিরা থাকে না। কিন্তু আপনারা ইহুদিদের থেকে টাকা নেন। অথচ এখানে তাঁদেরই জায়গা নেই।” এনিয়ে স্থানীয়দের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন ওই দুই যুবতী। খবর দেওয়া থানায়। ততক্ষণে কোচি থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্টুডেন্ট ইসালামিক অর্গানাইজেশনের সদস্যরা। এর পরই পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এবং ওই সংগঠনের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: মাওবাদী নিকেশের ২৪ ঘণ্টার মধ্যে বদলা! ছত্তিশগড়ে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন বিজেপি নেতাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ