Advertisement
Advertisement

Breaking News

Lata Mangeshkar

Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের জাতীয় শোক ঘোষণা, শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

কিংবদন্তি শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে থাকবেন প্রধানমন্ত্রী। 

2-day national mourning in Lata Mangeshkar's memory | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 6, 2022 10:52 am
  • Updated:February 6, 2022 12:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীত জগতে নক্ষত্রপতন। সরস্বতী পুজোর পরদিনই চলে গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। সুরের সরস্বতীর মৃত্যুতে দেশজু়ড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক। ঘোষণা করল কেন্দ্র। ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) লেখেন, “স্বর্গীয় সুর। অতুলনীয় মানুষ। একজন ভারতরত্ন। লতাজির কৃতিত্ব অতুলনীয়।” তিনি আরও লেখেন, “লতাজির মৃত্যু হৃদয় বিদারক। তাঁর গানে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ফুটে উঠত।” জানা গিয়েছে, ৬ এবং ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পালিত হবে রাষ্ট্রীয় শোক। আজ রবিবার সন্ধে সাড়ে  ছ’টায় মুম্বইয়ের শিবাজী পার্কে  রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তী শিল্পীর শেষকৃত্য। সেখানে কিংবদন্তি শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Advertisement

[আরও পড়ুন: ইতিহাসের পাতায় যশ ধুলরা, ইংল্যান্ডকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত]

টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি লেখেন, “আমি ব্যথিত। এ যন্ত্রণা ভাষায় ব্যক্ত করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হল, তা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে, সুরেলা কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল তাঁর।”

 

এদিকে সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তিনি জানান, “কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
 

[আরও পড়ুন: সরস্বতী পুজোর রাতে দুই ক্লাবের বচসা, তুমুল সংঘর্ষে উত্তপ্ত আমর্হাস্ট স্ট্রিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ