Advertisement
Advertisement
Madhya Pradesh

প্রতিবাদের ‘শাস্তি’, মধ্যপ্রদেশে জ্যান্ত পোঁতা হল দুই মহিলাকে! ভাইরাল হাড়হিম ভিডিও

অন্যের জমিতে জোর করে রাস্তা নির্মাণ! প্রতিবাদ করায় দুই মহিলাকে জ্যান্ত পুঁতল দুষ্কৃতীরা।

2 Women buried in Madhya Pradesh for protest

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:July 21, 2024 5:41 pm
  • Updated:July 21, 2024 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজনকে আপাদমস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে, অন্যজনকে কোমর পর্যন্ত। তাঁর শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আর্ত চিৎকার করছেন দুই মহিলা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের হাড়হিম এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। জানা যাচ্ছে, নিজের জমির উপর জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এমনই শাস্তির মুখে পড়তে হয় ওই দুই মহিলাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের রিবা জেলার জোরোট গ্রামের। আক্রান্ত দুই মহিলার নাম আশা পাণ্ডে ও মমতা পাণ্ডে। দুই মহিলার অভিযোগ, তাঁদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামে এক ব্যক্তি। শনিবার রাজেশ ও তাঁর সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পালটা সেখানে উপস্থিত হন দুই মহিলা। দুজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছয়। ওই অবস্থায় দুই মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয়। যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান। এই অবস্থায় আশেপাশে থাকা অন্যরা এসে উদ্ধার করে ওই দুজনকে।

Advertisement

[আরও পড়ুন: মঙ্গলের লাল মাটিতে ‘হলুদ গুপ্তধনের’ সম্ভার! বিরাট আবিষ্কারে চাঞ্চল্য নাসায়]

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। এমন নির্মম ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অপরাধীর যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে পুলিশ। এদিকে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে।

[আরও পড়ুন: এবার রাজস্থানে বেলাইন ট্রেনের ৩টি কামরা, ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা!]

ভিডিও-সহ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বিজেপির ২০ বছরের কুশাসনের ফল এই ঘটনা। মধ্যপ্রদেশের প্রতিটি জেলায় দুষ্কৃতীদের বেপরোয়া মানসিকতা চূড়ান্ত আকার নিয়েছে। এই লজ্জাজনক ভিডিও মধ্যপ্রদেশের রিবা জেলার। যেখানে দুই মহিলাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। এই রাজ্যে মহিলাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই বিজেপি শাসনে। এই লজ্জাজনক ঘটনাই তার প্রমাণ।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ