Advertisement
Advertisement

Breaking News

মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি, চাঁদের হাট ইন্ডিয়া গেটে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আগলি বার মোদি সরকার’- এই স্লোগানেই এসেছিল বিপুল জনাদেশ৷ দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি৷ দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ২টি বছর৷ দ্বিতীয় বর্ষপূর্তিতে চাঁদের হাট বসল ইন্ডিয়া গেটে৷ Advertisement মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহা সমারোহের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার৷ রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি আর বলি-তারকাদের সমাবেশে ঝলমলে হয়ে উঠল সেলিব্রেশন৷ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় […]

2 years celebration of Modi Govt, Mega event at  India Gate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 8:13 pm
  • Updated:May 28, 2016 8:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আগলি বার মোদি সরকার’- এই স্লোগানেই এসেছিল বিপুল জনাদেশ৷ দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি৷ দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ২টি বছর৷ দ্বিতীয় বর্ষপূর্তিতে চাঁদের হাট বসল ইন্ডিয়া গেটে৷

মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহা সমারোহের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার৷ রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি আর বলি-তারকাদের সমাবেশে ঝলমলে হয়ে উঠল সেলিব্রেশন৷ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অভিনেতা মাধবন৷ কিছুক্ষণের জন্য দেখা গেল বিগ বি-কেও৷ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ তা সত্ত্বেও অবশ্য অনুষ্ঠানে দেখা গেল তাঁকে৷ এক খুদের প্রশ্নের জবাবে বললেন, বিগ বি শুধু একটা নাম মাত্র, তিনি আসলে ওই খুদের থেকেও ছোট৷ এই মঞ্চ থেকেই নারীদের জন্য সমানাধিকারের ডাক দিলেন তিনি৷

Advertisement

অনুষ্ঠানে দেখা গেল বিদ্যা বালানকেও৷ স্বচ্ছ ভারত গড়তে শৌচালয় সম্পর্কে সচেতনা প্রসারে মোদি সরকারের তিনিই ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার৷ শৌচালয় সম্পর্কে সরকারের সচেতনতা প্রসারের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, এই প্রয়াসে অংশ নিতে পেরে তিনি খুশি৷ স্বচ্ছ ভারতের অ্যান্থেম গেয়ে শোনালেন কৈলাশ খের৷

Advertisement

পাঁচ ঘণ্টার লম্বা অনুষ্ঠানে বিভিন্ন পর্বের কথোপকথনে উঠে এল মোদি সরকারের নানা সাফল্যের খতিয়ান৷ ক্যাবিনেটের মন্ত্রীরা একে একে এসে জানালেন বিভিন্ন দফতরের কাজের কথা৷ ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থেকে শুরু করে ‘জন ধন যোজনা’ প্রকল্পে দেশবাসীর কল্যাণের কথা তুলে ধরলেন নানাজন৷ দেশের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছনোর কথা উঠে এল মনোজ তিওয়ারির কথায়৷ তিনি জানালেন তাঁর গ্রামেও পৌঁছেছে বিদ্যুৎ৷ প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানান তিনি৷ মানেকা গান্ধী শোনালেন দেশে প্রায় কয়েক হাজার অনাথের আশ্রয় পাওয়ার কথা৷ সুরাট রেলওয়ে স্টেশনকে দেওয়া হল পরিচ্ছন্নতম স্টেশনের তকমা৷ ‘ই-বোট’ এসে যে বারাণসীর চেহারা বদলে দিয়েছে তাও উঠে এল কথোপকথনে৷ শিল্পবান্ধব হিসেবে পরিচিত মোদি সরকার কৃষকদের কথাও ভুলল না৷ কৃষকদের জন্য সরকারী প্রকল্প গুলির বাস্তবায়ণ ও সাফল্যের কথাও তুলে ধরা হল৷ গঙ্গা দূষণ রোধ ও পরিষ্কারের জন্য সরকারী পদক্ষেপের কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী ঊমা ভারতী৷

তারকাদের উপস্থিতি তো বটেই, তবে এই অনুষ্ঠান যেন ঝলমলে হয়ে উঠল সরকারি সাফল্যের ঝলকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ