সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজি কারখানায় ভয়াবহ আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে কুড়ি জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে আশঙ্কাজনক অনেকে।
[আর কয়েক বছর পর থেকে এই কারণেই মিলবে না পানীয় জল]
এক শ্রমিকের গাফিলতিতে আগুন ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর। জ্বলন্ত বিড়ির টুকরো স্তুপাকার বাজির ওপর গিয়ে পড়ে। আগুন ধরে যায় মুহুর্তের মধ্যে। আগুন লেগে যাওয়ার সময় কারখানার একটি বিভাগে পুরোদমে কাজ চলছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে বলে দমকলের অনুমান।
খারি গ্রামের মধ্যে কারখানাটি থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতেও। একাধিক বিস্ফোরণের আওয়াজ শুনতে পান পাশের গ্রামের মানুষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর যায় দমকলে। বিস্ফোরণের মিনিট পনেরোর মধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ দেহগুলিকে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[ভারতীয় সিরিয়াল একঘেয়ে, পাকিস্তানে কাজ করতে চান পরেশ]
বিস্ফোরণের সময় কারখানায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। শেষ পাওয়া খবরে উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু ২লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।