Advertisement
Advertisement

কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ল ২০টি গাড়ি

বেশ কয়েকজন আহত হয়েছে বলে এএনআই সূত্রে খবর৷

20 vehicle pile-up on Yamuna Expressway, near Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 10:34 am
  • Updated:November 3, 2016 10:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশা এবং তীব্র বায়ুদূষণে দুর্ঘটনার কবলে পড়ল ২০টি গাড়ি৷ বৃহস্পতিবার সকালে দিল্লির কাছাকাছি যমুনা এক্সপ্রেসওয়েতে ২০টি গাড়ি পরপর ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে৷ বেশ কয়েকজন আহত হয়েছে বলে এএনআই সূত্রে খবর৷

রাজধানীতে এখনও শীতের প্রকোপ প্রকট না হলেও ভোরে কুয়াশায় রাস্তাঘাট প্রায় কিছুই দেখা যায় না৷ সেই সঙ্গে বায়ুদূষণ তো রয়েইছে৷ দীপাবলির উৎসব শেষ হয়ে গেলেও আতসবাজির রমরমা এখনও অব্যাহত৷ যার ফলে ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে রাজধানী৷ ভোরের রাস্তায় তাই গাড়ি চালানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ এদিন সকালে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় কুয়াশা ও বায়ুদূষণে রাস্তা সঠিকভাবে দেখতে পাননি গাড়ির চালক৷ ফলে গাড়ি দাঁড়িয়ে যায়৷ আর তারপরই একের পর এক গাড়ি ধাক্কা মারতে শুরু করে সামনের গাড়িকে৷ ২০টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে৷ আহত হয়েছেন অনেক যাত্রী৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ