Advertisement
Advertisement

Breaking News

অন্ধ্র-ওড়িশা সীমান্তে পুলিশের গুলিতে হত ২১ মাওবাদী

ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ যার মধ্যে রয়েছে একে ৪৭, সেলফ লোডিং রাইফেল৷

21 Maoists Killed In Encounter in Malkangiri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 12:04 pm
  • Updated:March 30, 2022 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার মালকানগিরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ২১ জন মাওবাদী৷ সোমবার সাত সকালে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের কাছে এই ঘটনা ঘটে৷ সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশকর্মীও৷

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে অন্ধ্র পুলিশের কাছে খবর আসে যে, সীমান্তের কাছে সভার জন্য জড়ো হচ্ছে ৫০ থেকে ৬০ জন মাওবাদী৷ সেই অনুযায়ী ভোররাতে অপারেশন চালায় অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড কম্যান্ডো বাহিনী৷ আচমকা হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় মাওবাদীরা৷

Advertisement

ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ যার মধ্যে একে ৪৭, সেলফ লোডিং রাইফেলও রয়েছে৷নিহতদের মধ্যে একাধিক বড় মাপের মাওবাদী নেতা থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ মালকানগিরির মতো মাও অধ্যুষিত এলাকায় এই ঘটনা অন্ধ্র পুলিশের একটা বড় মাপের সাফল্য বলে মনে করছে অন্ধ্র প্রশাসন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ