Advertisement
Advertisement

Breaking News

২৭ দিনের শিশুর পেটে চাপানো হল গরম ইস্ত্রি

নবরংপুর জেলায় এই ঘটনা অবশ্য নতুন নয়৷ প্রচলিত এই অন্ধবিশ্বাসের বলি হতে হয়েছে অনেক শিশুকেই৷

27-day-old baby girl of Odisha branded with hot iron for stomach ailment cure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 2:42 pm
  • Updated:October 14, 2016 2:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের ঘোর অন্ধবিশ্বাসের শিকার হল এক সদ্যোজাত৷ ওডিশার নবরংপুর জেলার কাঙরা গ্রামের এক শিশুকে সুস্থ করে তুলতে তার উপর দিয়ে গরম ইস্ত্রি চালিয়ে দেওয়া হল!

শিউরে ওঠার মতোই ঘটনা৷ গরম ইস্ত্রি আর চুরি পেটে চাপিয়ে দিলে শিশুর পেটের অসুখ ঠিক হয়ে যাবে৷ সুস্থ হয়ে উঠবে সে৷ এমনই কুসংস্কারে ভর করে ২৭ দিনের শিশুর পেটের উপর রাখা হল গরম ইস্ত্রি৷ ফল যা হওয়ার তাই হল৷ বিশ্বাস থাকলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিশু সুস্থ হল না৷ বরং আরও অসুস্থ হয়ে পড়ল সে৷ গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যেতে হল সদর হাসপাতালে৷ জীবনের সঙ্গে লড়াই করে চলেছে সদ্যোজাত৷ গ্রামের তেন্তুলিখুন্তি ব্লকের শিশুটি সন্তোষী বাগ ও অরুণ বাগের কন্যা সন্তান বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার শিশুকে হাসপাতালে ভর্তি করার পরই খবরটি ছড়িয়ে পড়ে৷

Advertisement

নবরংপুর জেলায় এই ঘটনা অবশ্য নতুন নয়৷ প্রচলিত এই অন্ধবিশ্বাসের বলি হতে হয়েছে অনেক শিশুকেই৷ কিছু ব্যক্তি জেলার পরিবারগুলির সদস্যদের বিশ্বাস জয় করে দিনের পর দিন এই কাজ চালিয়ে যাচ্ছে৷ আর সন্তান হারা হতে হচ্ছে পরিবারগুলিকে৷ তা সত্ত্বেও এই প্রচলন এখনও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি৷ চলতি বছর এ ধরনের প্রায় ৩০টি অভিযোগ থানায় জমা পড়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে৷ আরও কয়েকজনের খোঁজ চলছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ