Advertisement
Advertisement

Breaking News

Khalistan Punjab

খলিস্তানিদের টাকা দিতে হবে! নিজ্জর ঘনিষ্ঠ জঙ্গি নেতার ভিডিও দেখিয়ে তোলাবাজি পাঞ্জাবে

লস্কর-ই-তইবার সঙ্গেও ঘনিষ্ঠ যোগ রয়েছে এই খলিস্তানি নেতার।

3 men allegedly tried to extort money from Punjab businessman in the name of Khalistani | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 5, 2023 9:06 pm
  • Updated:October 5, 2023 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) খলিস্তানি জঙ্গির (Khalistani Terrorist) নেতার নাম করে তোলাবাজির অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, পাঞ্জাবের একটি দোকানে ঢুকে সেখানকার মালিকের থেকে টাকা চায় তিন ব্যক্তি। তবে দোকানের এক কর্মী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ায় হাতে নাতে ধরা পড়ে ওই তিন তোলাবাজ। পুলিশ সূত্রে খবর, কানাডার খলিস্তানি নেতার ভিডিও ব্যবহার করে পাঞ্জাবের (Punjab) নানা এলাকা থেকেই টাকা তোলার চেষ্টা চলছে। প্রসঙ্গত, কানাডায় খলিস্তানিদের আশ্রয় দেওয়া হচ্ছে, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ রয়েছে ভারতের।

বৃহস্পতিবার পাঞ্জাবের মোগা এলাকার একটি কাপড়ের দোকানে আচমকাই ঢুকে পড়ে তিন ব্যক্তি। কুখ্যাত খলিস্তানি জঙ্গি অর্শদীপ দাল্লার একটি হুমকি ভিডিও চালিয়ে দেয় তারা। সেখানে সাফ বলা হয়, খলিস্তানি কার্যকলাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা দিতেই হবে। তা না হলে ফল ভুগতে হবে ব্যবসায়ীকে। এই ভিডিও চালিয়ে তিন তোলাবাজ টাকা চেয়ে আরও চাপ দিতে থাকে কাপড়ের দোকানের মালিককে। 

Advertisement

[আরও পড়ুন: আবগারি মামলায় সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ কই? ইডিকে তোপ সুপ্রিম কোর্টের]

টাকা চেয়ে চাপ দেওয়ার পাশাপাশি দোকানের বেশ কয়েকজন কর্মীর মোবাইল কেড়ে নেয় তিন ব্যক্তি। তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করলেও রেহাই পাননি দোকানের মালিক। শেষ পর্যন্ত দোকানের এক কর্মী পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে দুই তোলাবাজকে আটক করে। তবে এক তোলাবাজ পালিয়ে যায়।

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কানাডা নিবাসী অর্শদীপের বিরুদ্ধে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ রয়েছে। পাঞ্জাবের হিন্দু ও আরএসএস নেতাদের ক্ষতি করাই অর্শদীপের মূল লক্ষ্য। পুলিশ সূত্রে খবর, কানাডার নিহত খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অর্শদীপ।

[আরও পড়ুন: গ্রহণযোগ্যতা বাড়ছে, রাহুলই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন, মন্তব্য পওয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ