Advertisement
Advertisement

Breaking News

মুম্বই-গোয়া হাইওয়ে চওড়া করতে ৩১ হাজার গাছ কাটবে প্রশাসন

জমি অধিগ্রহণের কাজ শেষ হওয়ার পরেই শুরু হবে গাছ কাটা।

31, 000 trees to be axed for expanding Mumbai_Goa Highway
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2017 10:36 am
  • Updated:May 2, 2017 10:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই লেন থেকে চার লেনে প্রশস্ত করা হবে মুম্বই থেকে গোয়া যাওয়ার এনএইচ-৬৬ জাতীয় সড়কটি। আর সেকারণেই কাটা হবে প্রায় ৩১ হাজার গাছ। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিরল প্রজাতির গাছও। খরচ হবে প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। তবে কাজ শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। আপাতত জমি অধিগ্রহণের কাজ চলছে। সেই কাজ শেষ হলেই শুরু হবে গাছ কাটার কাজ।

[সাইনার পর এবার বলিউডে তৈরি হচ্ছে সিন্ধুর বায়োপিক]

ডেপুটি ইঞ্জিনিয়ার বি এ পাটিল সম্প্রতি একটি সেমিনারে বলেছেন, ‘সংমেশ্বর থেকে কান্তে পর্যন্ত ৪০ কিমি রাস্তায় মোট ১২,৪৭৮টি গাছ কাটা হবে। এরপর কান্তে থেকে রত্নাগিরি জেলার লানজা তালুকার ওয়াকেড় পর্যন্ত ৫১ কিমি রাস্তার ১৮,৪২৪টি গাছ কাটা হবে। এর মধ্যে ৪,৫৩৬টি গাছকে প্রতিস্থাপন করা হবে।’ জানা গিয়েছে, চলতি মে মাস থেকেই জমি অধিগ্রহণেপ কাজ শুরু হবে। এত বেশি সংখ্যক গাছ কাটার খবরে রীতিমতো চিন্তিত পরিবেশবিদরা। ডা. এস বি কাদরেকর নামে এক পরিবেশবিদের মতে, ‘শুধু গাছ নয়, মাটি এবং জলকেও আমাদের বাঁচাতে হবে। এত বেশি গাছ কাটার ফলে প্রতি হেক্টরে ১০ টন মাটি ক্ষয় হবে।’ অপর এক পরিবেশবিদ বলেন, ‘শুধু মাটি ও জল ছাড়াও বন্যপ্রাণীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বহু বিরল প্রজাতির গাছও কাটা হবে। ফলে বাস্তুতন্ত্র অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে।’

Advertisement

[কাশ্মীরের পরিবেশ অশান্ত, বাতিল অনন্তনাগ উপনির্বাচন]

গাছ কেটে ফেলার বদলে সেগুলিকে প্রতিস্থাপনের চেষ্টাও চলছে। অথবা নতুন গাছ লাগানোর পরিকল্পনাও করা হচ্ছে। বসন্ত তাকালে নামে এক পিডব্লিউডি ইঞ্জিনিয়ার জানান, ‘গাছ প্রতিস্থাপন খুবই খরচসাপেক্ষ ব্যাপার। তার বদলে বিহার মডেল ব্যবহার করা যায়। এজন্য একজন চাষীকে দেড় লক্ষ টাকা দেওয়া যেতে পারে। যার সাহায্যে তিনি ৫০টি গাছের তিন বছর ধরে পরিচর্যা করবেন। এছাড়া যেসব গাছের পরিধি ৩০ সেন্টিমিটার পর্যন্ত সেগুলিকে তুলে প্রতিস্থাপন করা হবে।’ এদিকে এক আধিকারিক বলেন, ‘এখনও অবধি পানভেল-ইন্দাপুর এলাকার ৮৪ কিলোমিটারের মধ্যে ৩২ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। ‘

Advertisement

[সন্তান হারানোর যন্ত্রণা বুঝুক সরকার, আর্তি শহিদের মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ