BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

পালঘরে বিস্ফোরণে মৃত পাঁচ, পরিবার পিছু ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

Published by: Paramita Paul |    Posted: January 12, 2020 12:14 pm|    Updated: January 12, 2020 3:09 pm

5 dead in huge explosion at chemical factory in Boisar

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাসায়নিক কারখানায় পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিপত্তি। মহারাষ্ট্রের পালঘরের ওই বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশের এলাকা। বিস্ফোরণে মৃত ছয়। জখম আরও ছয়। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জখমদের চিকিৎসার ভার রাজ্য বহন করবে বলে জানিয়েছেন পালঘরের জেলাশাসক কৈলাশ শিন্ডে।

শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে পালঘরের বোইসার শিল্পতালুক এলাকা।বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে কারখানা সংলগ্ন ১৫ কিলোমিটার এলাকায় কম্পন অনুভূত হয়। ধসে পড়ে কারখানার বিল্ডিংটির একাংশ। বিস্ফোরণের পরই কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। পরিস্থিতির উপর নজর রাখে মুখ্যমন্ত্রীর দফতর। জানা গিয়েছে, কারখানায় বয়লারে চাপের পরিবর্তন করা হচ্ছিল। সেইসময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ।

 

 

[আরও পড়ুন : ‘হস্টেল ফি এক পয়সাও দেব না’, সিদ্ধান্ত ঘোষণা করে চাপ বাড়াল JNU ছাত্র সংগঠন]

এদিন সন্ধের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শক্তিশালি কোনও বোমা বিস্ফোরণ হয়েছে। কেঁপে উঠেছিল আশপাশের এলাকা। আশপাশের কারখানা থেকে সকলে বেড়িয়ে আসেন। পরে বোঝা যায় কারখানার বয়লারে বিস্ফোরণ হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে