Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে ভয়ংকর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত একই পরিবারের তিন শিশু-সহ ৫

মঙ্গলবার রাতে পর পর দুটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়।

5 Members of a family killed in cylinder blast at Uttar Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:March 6, 2024 9:23 am
  • Updated:March 6, 2024 9:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে (Gas Cylinder Blast) মৃত্যু হয়েছে পাঁচ জনের। একই পরিবারের পাঁচ মৃতের মধ্যে রয়েছে তিন শিশু। মঙ্গলবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে লখনউয়ের কারোকরি এলাকায়। দাউদাউ করে জ্বলতে শুরু গোটা বাড়ি। শুরুতে বাড়ির লোকেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে দমকল পৌঁছয়। অগ্নিদগ্ধ পরিবারের ৯ সদস্যকে হাসপাতালে নিয়ে যায় তাঁরা। সেখানেই মৃত্যু হয় পাঁচ জনের।

স্থানীয়রা দাবি করেছেন, মঙ্গলবার রাত ১১টা ৪৫ নাগাদ পর পর দু’টি সিলিন্ডার ফাটার শব্দ পান তাঁরা। এর পরেই গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। সেই সময় বাড়িতে ছিলের পরিবারের ৯ সদস্য। প্রত্যেকেই কমবেশি আহত হন। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৫ জনের। এর মধ্যে তিন জন শিশু রয়েছে। বাকি চার জনের অবস্থায় গুরুতর। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

পুলিশ সূত্রে প্রকাশ্যে এসেছে মৃতদের পরিচয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে মুশির (৫০), হুসন বানো (৪৫), রাইয়া (৭), উমা (৪) এবং হিনার (২)। এদিকে দমকল কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ সম্ভবত গ্যাস সিলিন্ডার লিকেজ। অন্য কোনও কারণে বিস্ফোরণ ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে দইয়ের মধ্যে ছত্রাক! যাত্রীর অভিযোগ ঘিরে ঘনাল বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ