Advertisement
Advertisement
Nipah

বাড়ল নিপা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা, কেরলে বাড়ছে আতঙ্ক

নজর রাখা হচ্ছে সংক্রমিতদের সংস্পর্শে আসা ৭০৬ জনের দিকে।

5 Nipah virus infection cases in Kerala। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 14, 2023 3:02 pm
  • Updated:September 14, 2023 3:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah virus)। বুধবারই কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নতুন করে একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে রাজ্যের কোঝিকোড়ে। যার ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তাঁদের সংস্পর্শে এসেছেন ৭০৬ জন। যাঁদের মধ্যে ১৫৩ জন স্বাস্থ্যকর্মী ও ৭৭ জন রয়েছেন হাই রিস্ক ক্যাটাগরিতে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

আগেই ‘নিপা অ্যালার্ট’ জারি করা হয়েছে কোঝিকোড়ে। কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সকলের নিপা টেস্ট করানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্য প্রশাসনে বড় রদবদল, একঝাঁক জেলাশাসক-পুলিশ সুপারকে বদলি নবান্নর]

উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। তবে এর মধ্যেই আশার কথা, বুধবার যে তিনজন আইসিইউয়ে ছিলেন, তাঁদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কেবল ৯ বছরের একটি শিশুই আইসিইউয়ে রয়েছে। এদিকে প্রশাসন গোড়া থেকেই সংক্রমণ করতে মরিয়া। বেশ কিছু অঞ্চলে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ১৬টি কোর কমিটি। তারা পুরো বিষয়টির দিকে নজর রাখছে।

Advertisement

[আরও পড়ুন: বেআইনি বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ, হোর্ডিংয়ের তথ্য পুজো কমিটিকে জানাতে হবে পুরসভায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ