১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

পাথর ছুঁড়লেই ৫ বছরের সাজা! বন্দে ভারত নিয়ে কড়া হুঁশিয়ারি রেলের

Published by: Kishore Ghosh |    Posted: March 29, 2023 3:00 pm|    Updated: March 29, 2023 3:01 pm

5 years in jail for pelting stones on Vande Bharat trains, warns Indian Railways | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হয়। তারপর থেকে একাধিক রাজ্যে বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা দেখা গিয়েছে। বারবার একই ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। মঙ্গলবার দক্ষিণ-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। পাশাপাশি পাথর ছোড়ার ঘটনা আটকাতে জনসাধারণের উদ্দেশে আবেদনও জানানো হয়েছে রেলের তরফে।

বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়। সম্প্রতিককালে কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ৯ বার হামলা হয়েছে। এই পরিস্থিতিতেই কঠোর হল রেল। এক প্রেস বিজ্ঞাপ্তি জারি করে দক্ষিণ-মধ্য রেল জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। এই কাজের জন্যে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

[আরও পড়ুন: খারিজ হওয়া সাংসদ পদ ফিরে পেলেন এনসিপির মহম্মদ ফয়জল, রাহুল পাবেন কি?]

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারতে পাথর ছোড়ায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তবে একদিকে যেমন কঠোর সাজার কথা শুনিয়েছে রেল, তেমনই যে সব গ্রামের পাশে রেললাইন রয়েছে, সেখানে জনসচেতনতা প্রচার চালানো হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালে উদ্বোধনের পর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই দু’মাসে কমপক্ষে ১২ বার ঢিল মেরে বন্দে ভারত ট্রেনের কাচ ভাঙা হয়েছিল। পশ্চিমবঙ্গে বন্দে ভারতে ঢিল ছোড়ার ঘটনায় রাজনীতির অভিযোগ উঠলেও পরবর্তীকালে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও একধিক ঘটনা ঘটেছে।

[আরও পড়ুন: কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, তবে রাহুলের কেন্দ্রের উপনির্বাচন এখনই নয়]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে