Advertisement
Advertisement

 বিজেপির ডেরাতেই অনাহারে মৃত ৫০০ গরু

কারা আসলে গো-রক্ষক, সে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা৷

500 cows Starve To Death in BJP-ruled Rajasthan

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 1:33 pm
  • Updated:August 6, 2016 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমাতাদের রক্ষা করতে গো-সেবকরা যখন তৎপর, তখন খোদ বিজেপির ডেরাতেই  অনাহারে মৃত্যু হল ৫০০ গরুর৷ গত দু’সপ্তাহে জয়পুরের কাছে এক খাটালে কর্মীদের অসহযোগিতার জেরে ঘটেছে এই ঘটনা৷

 জানা যাচ্ছে, ওই খাটালে প্রায় হাজার চারেক গরু পালন করা হয়৷ তা করার জন্য ঠিকা ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে স্থানীয় পুরসভা৷ কিন্তু সম্প্রতি পুরসভা ও ঠিকাদার সংস্থার মধ্যে বিবাদের জেরে বেতন পাননি প্রায় ২৫০ শ্রমিক৷ ফলে গত একমাস ধরে কাজ বন্ধ করেছেন তাঁরা৷ আর এতেই বিপর্যয় নেমেছে খাটাল জুড়ে৷ এত সংখ্যক গরুর দেখাশোনার লোক মিলছে না৷খাটাল পরিষ্কার করা ও গরুদের ঠিকমতো খাবারও দেওয়াও সম্ভব হয়নি৷  ফলে গত পনেরোদিনে প্রায় ৫০০ গরুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷

Advertisement

 ইতিমধ্যেই রাজস্থান হাই কোর্ট রাজ্য সরকারের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ প্রশাসন যদিও প্রযুক্তি ব্যবহার করে খাটাল পরিষ্কারের বন্দোবস্ত করেছে, তবু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানা যাচ্ছে৷

Advertisement

তবে ইতিমধ্যেই এ ঘটনায় রাজনীতির রং লেগেছে৷ গো-রক্ষকদের সঙ্গে বিজেপি ও সঙ্ঘ পরিবারের নাম জড়িয়েছে বরাবরই৷ এমনকি উনায় দলিত নিগ্রহের ঘটনায় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপির নাম জড়ানোয় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা৷ এই পরিস্থিতিতে কারা আসলে গো-রক্ষক, সে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ