Advertisement
Advertisement
Telangana

অটোয় সজোরে ধাক্কা বেপরোয়া লরির, ভয়াবহ দুর্ঘটনায় শিশু-সহ মৃত অন্তত ৫

লরিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

6 dead after lorry hits autorickshaw, bike in Telangana | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 6, 2024 9:30 am
  • Updated:January 6, 2024 9:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটোয় বেপরোয়া লরির ধাক্কা। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল শিশু-সহ অন্তত পাঁচজনের। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতার বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয় ওই এলাকা।

শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটে তেলেঙ্গানার মেহবুবনগরের ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অটোয় ছিলেন মোট ছয় যাত্রী। বলানগর মোড়ের কাছে দ্রুতগতিতে ছুটে আসা লরিটি অটোর পাশাপাশি ধাক্কা দেয় একটি মোটরবাইকেও। ঘটনাস্থলেই অটোয় সওয়ার পাঁচজনের মৃত্যু হয়। যাঁদের মধ্যে ছিলেন এক শিশুও। অন্যরা গুরুতর আহত হন বলে খবর। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বয়স ভাঁড়িয়ে খেলছে ১২ বছরের বৈভব? বিহারের ক্রিকেটারকে নিয়ে চাপানউতোর তুঙ্গে]

তবে ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা লরিটিকে ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। যার জেরে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতাকে সামাল দেয় পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ২৫ ডিসেম্বর তেলেঙ্গানার নালগোন্দা জেলায় জাতীয় সড়কে ভয়ংকর পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন একই পরিবারের পাঁচজন। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল। তবে শুক্রবারের দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল, লরির চালক মদ্যপ ছিলেন কি না, কিংবা গাড়ি কত গতিতে চলছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা: বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে চার্জশিট পেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ