Advertisement
Advertisement
Bihar

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ির উপর উলটে পড়ল বালির ট্রাক, মৃত ৬

বালি বোঝাই ট্রাক চাপা পড়ে কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা হয় গাড়িটির।

6 people were killed in a road accident in Bihar

দুর্ঘটনাস্থলের ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 30, 2024 8:50 am
  • Updated:April 30, 2024 8:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারে (Bihar) ভাগলপুরে। বিয়ে বাড়ি যাওয়ার পথে বালি বোঝাই ট্রাক চাপা পড়ে মৃত্যু হল ৬ যাত্রীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

জানা যাচ্ছে, সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে মুঙ্গের থেকে পিরপন্তি যাচ্ছিলেন ৯ জন যাত্রী। পথে ভাগলপুর জেলার আমাপুর গ্রামের কাছে রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে গাড়ির উপর । এই ঘটনায় কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা হয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ যাত্রীর। ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। আহতদের উদ্ধার করে ভাগলপুরের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: মাথাপিছু চাই ৪৫০ লিটার, কীভাবে মিটবে চাহিদা? এবার কলকাতাতেও জলের আকাল!]

পাশাপাশি, দুর্ঘটনার পর থেকে পলাতক বালি বোঝাই ট্রাকের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই ট্রাকে অবৈধ বালি পাচার হচ্ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘CAA-তে আবেদন ১০ হাজার মতুয়ার’, দাবি শান্তনুর, ‘মিথ্যা বলছেন’, খোঁচা তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement