Advertisement
Advertisement

Breaking News

APJ Abdul Kalam

ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কায় আরএসএসের অনুষ্ঠান এড়িয়ে যান কালাম! দাবি প্রাক্তন সচিবের

কালামকে নিয়ে একটি বইতে এই দাবি করেছেন তিনি।

A book
Published by: Biswadip Dey
  • Posted:October 15, 2022 7:43 pm
  • Updated:October 16, 2022 12:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের সদর দপ্তরে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে যাননি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম (APJ Abdul Kalam)। কেননা তাঁর বন্ধুদের পরামর্শ ছিল, ওই অনুষ্ঠানে গেলে তাঁকে আরএসএসের প্রতি ‘সহানুভূতিসম্পন্ন’ বলে দেগে দেওয়া হতে পারে। তাই শেষমেশ অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনাটি বাতিল করে দিয়েছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কালাম: দ্য আনটোল্ড স্টোরি’ নামের একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইতেই এমন দাবি করেছেন বইটির লেখক কালামের ব্যক্তিগত সচিব আর কে প্রসাদ।

শনিবার ছিল কালামের ৯১তম জন্মদিন। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে বইটি। আর তাতেই এই ঘটনার কথা তুলে ধরেছেন প্রসাদ। ঠিক কী জানিয়েছিলেন তিনি? তাঁর দাবি, ২০১৪ সালের মে মাসে কালামের কাছে আমন্ত্রণপত্র পাঠান আরএসএসের তৎকালীন সাধারণ সম্পাদক রাম মহাদেব। তিনি আরজি জানান, আরএসএসের তরুণ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ শিবিরে এসে দলীয় প্রধান মোহন ভাগবতের সঙ্গে যেন মঞ্চ ভাগ করে যেন ভাষণ দেন কালাম।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলায় আরও তৎপর ইডি, চলতি মাসেই অনুব্রতকন্যাকে দিল্লিতে তলব]

কিন্তু শেষপর্যন্ত কালাম জানিয়ে দেন তিনি ওই অনুষ্ঠানে যাবেন না। তবে আরএসএস চাইলে অনুষ্ঠানের আগে একবার সেখানে যেতে পারেন বর্ষীয়ান বিজ্ঞানী। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কালাম? প্রসাদ লিখেছেন, কালামের বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন যেন কালাম ওখানে না যান। তাহলে তিনি আরএসএস-পন্থী হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এবং ভবিষ্যতে তাঁর নামের ভুল ব্যবহার করতে পারে দক্ষিণপন্থী সংগঠনটি।
জানা গিয়েছেন, কালামের এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছিলেন আরএসএস নেতারা। তাঁরা জানিয়েছিলেন, ইতিমধ্যেই সব পরিকল্পনা করা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কালাম সেখানে না গেলে তাঁরা অসুবিধায় পড়ে যাবেন।

Advertisement

কিন্তু শেষ পর্যন্ত কালাম ওই অনুষ্ঠানে যাননি। তবে এর একমাস পরে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি যে আরএসএসের সদর দপ্তরে গিয়েছিলে সেকথা তাঁর বইতে লিখেছেন প্রসাদ। কিন্তু সেই অনুষ্ঠানে অভিমানী আরএসএসের শীর্ষকর্তারা কেউই উপস্থিত ছিলেন না বলেই তাঁর দাবি। প্রসঙ্গত, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আবদুল কালাম। পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রপতি হওয়া প্রণব মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল আরএসএসের অনুষ্ঠানে। ২০১৮ সালের জুনের সেই ঘটনায় সমালোচনায় পড়তে হয়েছিল প্রণবকে।

[আরও পড়ুন: লন্ডনে খেলা দেখতে যাওয়ার বিপুল খরচ এল কোথা থেকে? জেরার মুখে সৌমেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ