Advertisement
Advertisement

Breaking News

এটিএম থেকে বেরল ‘জাল’ ৫০০ টাকার নোট, হেনস্তায় গ্রাহকরা

আবার বিতর্কে স্টেট ব্যাঙ্ক?

A man gets Rs 500 notes without serial numbers printed on them from a State Bank of India ATM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 7:18 am
  • Updated:September 8, 2020 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:কয়েকদিন আগেই দিল্লিতে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে বেরিয়েছিল জাল ২০০০ টাকার নোট৷ সেই নোটটি দেখতে হুবহু বাজারে নতুন আসা ২০০০ টাকার নোটের মতো দেখতে হলেও তা আসলে ছিল খেলনা নোটের মতো৷ এই ঘটনার কয়েকদিন পর আবারও স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে ‘জাল’ ৫০০ টাকার নোট বেরনোকে কেন্দ্র করে ছড়াল বিতর্ক৷

(কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রবেশ নিষেধ বিবিসি’র)

মঙ্গলবার মধ্যপ্রদেশের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে এমনই আজব এক ৫০০ টাকার নোট বেরল, যার কোনও সিরিয়াল নম্বর নেই৷ সিরিয়াল নম্বরহীন এই ৫০০ টাকার নোট জাল না ছাপার ভুল তা এখনও জানা যায়নি৷ যদিও এই নোটটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Advertisement

(খোদ প্রধানমন্ত্রীকেই হত্যার হুমকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের)

এই নোটের বিষয়ে স্টেট ব্যাঙ্কের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ